For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘এক বিহারি শ বিমারি'! তৃণমূল বিধায়কের ভিডিও শত্রুঘ্ন সিনহাকে কেন ট্যাগ করলেন শুভেন্দু?

আসানসোল নির্বাচনে এবার প্রার্থী করা হয়েছে শত্রুঘ্ন সিনহাকে! যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বহিরাগত ইস্যুতে সরব বিরোধীরা। আর এই বিতর্কের মধ্যেই সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওটি বলাগড়ের তৃণমূল বিধায়ক

  • |
Google Oneindia Bengali News

আসানসোল নির্বাচনে এবার প্রার্থী করা হয়েছে শত্রুঘ্ন সিনহাকে! যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বহিরাগত ইস্যুতে সরব বিরোধীরা। আর এই বিতর্কের মধ্যেই সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওটি বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর।

শত্রুঘ্ন সিনহাকে কেন শুভেন্দু ট্যাগ করলেন জানেন?

ভাইরাল হওয়া ভিডিওতে রাজ্যে বসবাসকারী বিহারীদের তীব্র আক্রমণ শানাতে শোনা যাচ্ছে তৃণমূল বিধায়ককে। এমনকি বাংলা থেকে বিহারীমুক্ত করার ডাকও শোনা যায়। আর সেই বক্তব্যকে হাতিয়ার করেই শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করার বিষয়টিকে সামনে এনেছেন বিরোধী দলনেতা।

এবার বলাগড় থেকে প্রার্থী করা হয় মনোরঞ্জন ব্যাপারীকে। বিধায়ক হওয়ার পর থেকেই মনোরঞ্জনের ফেসবুকে পোস্ট কিংবা বক্তব্য দলকে অস্বস্তির মধ্যে ঠেলে দিয়েছে। কখনও দলের মধ্যে তোলাবাজি নিয়ে সরব হয়েছেন তো আবার কখনও জেলা নেতৃত্বকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন। এই অবস্থায় কলকাতা বইমেলায় বক্তব্য রাখতে যান বিধায়ক। আর সেই অনুষ্ঠানেই রাজ্যে বসবাসকারী বিহারীদের নিয়ে তীব্র আক্রমণ শানাতে শোনা যাচ্ছে মনোরঞ্জনকে।

তিনি বলছেন, বাংলায়ে কী আছে? বাংলাতে কিছু নেই তো বিহারে চলে যা। এখানে বসে আছিস কেন? শুধু তাই নয়, বাংলাকে বিহারী মুক্ত করার ডাকও শোনা যায় মনোরঞ্জনের বক্তব্যে। তিনি বলেন, আপনাকেও সোচ্চারে বলতে হবে, এক বিহারি শ বিমারি। বিমারি চাই না। বাংলাকে বিহার মুক্ত করতে হবে বলেও হুঁশিয়ারি দিচ্ছেন বলে দেখা যাচ্ছে বিধায়কের ভাইরাল হওয়া ভিডিওতে। যদিও ওই ভিডিয়োর সত্যতা ওয়ান ইন্ডিয়া বাংলা যাচাই করেনি।

আর ওই ভিডিওকে হাতিয়ার করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও পোস্ট করে লিখছেন, 'বিহারিবাবু শক্রঘ্ন সিন্‌হার কাছে আমার বিনীত প্রশ্ন, স্যার, তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এই অপমানজনক বক্তৃতা সম্পর্কে আপনি কী অনুভব করেন? আপনার নতুন দলের সহকর্মীর বিহারিদের প্রতি অনুভূতি খুবই স্বচ্ছ।'

যদিও এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে তৃণমূল বিধায়ক জানিয়েছেন, শুভেন্দু অধিকারী অর্ধেক ভিডিও পোস্ট করেছেন! শুধু তাই নয়, এহেন মন্তব্য তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এতে দলের কোনও যোগ নেই বলেও দাবি বিধায়কের।

উল্লেখ্য এবার আসানসোল লোকসভা উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করার পর থেকেই বিতর্কের সূত্রপাত। প্রার্থী পাওয়া যায়নি বলেই নাকি বহিরাগতদের নেত্রী প্রার্থী করছেন বলেও অভিযোগ বিরোধীদের। যদিও এই বিষয়ে প্রাক্তন বিজেপি নেতার দাবি, আমি যদি বহিরাগত হই, তাহলে প্রধানমন্ত্রীই তাই। কারণ উনি বারানসিতে লড়াই করতে গিয়েছেন। তবে তাঁর সঙ্গে বাংলার নাড়ির টান রয়েছে বলে জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা।

English summary
Manoranjan Byapari attacked biharis, video went viral after Shatrughan Sinha gets ticket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X