For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির মিছিলে মণীশকে প্রথম টার্গেট করেও কেন পালাতে বাধ্য হয় আততায়ীরা! তদন্ত রিপোর্টে কোন তথ্য

বিজেপির মিছিলে মণীশকে প্রথম টার্গেট করেও কেন পালাতে বাধ্য হয় আততায়ীরা! তদন্ত রিপোর্টে কোন তথ্য

  • |
Google Oneindia Bengali News

মণীশ শুক্লা হত্যাকাণ্ডে ফের চাঞ্চল্যকর তথ্য উঠে এল সিআইডির রিপোর্টে। জানা যাচ্ছে, গত ৩ অক্টোবর থেকে রাজ্যের এই বিজেপি নেতাকে টার্গেট করছিল আততায়ীরা। আর তার প্রথম নিশানা ছিল টিটাগড়ের মিছিলকে কেন্দ্র করে। এদিকে মণীশ খুনের তদন্তে নিয়ে মোটেও সন্তুষ্ট নয় বিজেপি। এবার তারা আইনি পথে এই মামলা নিয়ে এগিয়ে যেতে চাইছে সিবিআই তদন্তের দাবিতে।

৩ অক্টোবর, টিটাগড়ের মিছিল ও মণীশ মামলা

৩ অক্টোবর, টিটাগড়ের মিছিল ও মণীশ মামলা

মণীশ শুক্লা মামলায় ৩ অক্টোবর থেকে আততায়ীরা বিজেপি নেতাকে ধাওয়া করছে বলে খবর। টিটাগড়ের সেদিন বিজেপির কৃষি বিলের সমর্থনে মিছিল ছিল। পেশায় আইনজীবি মণীশ মিছিলে ছিলেন। আর সেখানেই মণীশকে তাক করে আততায়ীরা। সেই দিন মিছিলের ভিড়ে মিশে গিয়ে ক্লোজ রেঞ্জে মণীশকে খুন করার চেষ্টা করা হয়েছিল বলে সিআইডি রিপোর্ট জানিয়েছে।

কেন ৩ অক্টোবর পালাতে বাধ্য হয় আততায়িরা?

কেন ৩ অক্টোবর পালাতে বাধ্য হয় আততায়িরা?

সিআইডি রিপোর্ট বলছে, বিকাশ যাদব নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা জানতে পেরেছে, বিজেপির মিছিলে সেদিন পুলিশি নিরাপত্তা আঁটোসাটো ছিল। ফলে তারা মিছিলে ঢুকে গিয়েও কিছু করে উঠতে না পেরে পালিয়ে যায়।

খুনের আগে এলাকায় রেইকি!

খুনের আগে এলাকায় রেইকি!

সিআইডি তদন্ত বলছে, বিহার ও ঝাড়খণ্ড থেকে খুনিরা বাংলায় আসে। এসেই টিটাগড় এলাকায় তারা রেইকি শুরু করে। তারপর ৩ অক্টোবর মণীশকে চেষ্টা করেও খুন করতে না পারার পর, ৪ অক্টোবর তারা সেই চেষ্টায় সফল হয়।

সুর চড়াচ্ছে বিজেপি

সুর চড়াচ্ছে বিজেপি

এদিকে, মণীশ শুক্লা খুনের ঘটনায় একচুল জমি ছাড়তে রাজি নয় বিজেপি। সিআইডি নয়, সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছে দল। আর সেই মর্মে তারা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বলে খবর।

বঙ্গবিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূলে পদ্ম-নেতাদের জোয়ার! ২০২১ ভোটের আগে ফুলযুদ্ধ তুঙ্গে উত্তরের জেলায়বঙ্গবিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূলে পদ্ম-নেতাদের জোয়ার! ২০২১ ভোটের আগে ফুলযুদ্ধ তুঙ্গে উত্তরের জেলায়

English summary
Manish Shukla case, bjp leader was targated in party rally, saffron brigade raises voice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X