For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই ‘পদত্যাগে’র ঘোষণা মানসের, ফিরলেন চেনা মাটিতে

ফের রাজ্য রাজনীতিতে ফিরছেন মানস ভুঁইয়া। দিল্লির রাজনীতি থেকে ফিরছেন চেনা ময়দানে। একুশের বিধানসভা ভোটে নিজের খাসতালুক সবং থেকে ফের একবার জয়ী হয়ে বিধায়ক হয়েছেন মানস ভুঁইয়া।

Google Oneindia Bengali News

ফের রাজ্য রাজনীতিতে ফিরছেন মানস ভুঁইয়া। দিল্লির রাজনীতি থেকে ফিরছেন চেনা ময়দানে। একুশের বিধানসভা ভোটে নিজের খাসতালুক সবং থেকে ফের একবার জয়ী হয়ে বিধায়ক হয়েছেন মানস ভুঁইয়া। সোমবার তিনি রাজভবনে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণও করলেন। ফলে সাংসদ হিসেবে তাঁর পদত্যাগ করা এখন স্রেফ সময়ের অপেক্ষা।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই ‘পদত্যাগে’র ঘোষণা মানসের

রাজ্যে পালাবদলের পর ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় জোটশরিক কংগ্রেসের বিধায়ক হিসেবে সেচ মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মানস ভুইঁয়া। তারপর কংগ্রেসের সঙ্গে জোট ছিন্ন হয়ে যাওয়ায় তাঁকে পদত্যাগ করতে হয় মন্ত্রিসভা থেকে। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। লোকসবা নির্বাচনে তিনি টিকিটও পেয়েছিলেন।

২০১৯-এর লোকসভায় মেদিনীপুর কেন্দ্র থেকে তিনি দিলীপ ঘোষের কাছে পরাজিত হন। তবে মমতা বন্যোকেপাধ্যায় বর্ষীয়ান ওই নেতাকে রাজ্যসভার সাংসদ করে পাঠান দিল্লিতে। এবার বিধানসভার লড়াইয়ে জেতার পর তিনি ফের ফিরছেন রাজ্য রাজনীতিতে। এবার তিনি জলসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন।

রাজ্যের মন্ত্রী হওয়ার পর তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন। রাজ্যসভার চেয়ারম্যাম বেঙ্কাইয়া নাইডুর কাছে নিজের পদত্যাগ পত্র পাঠাবেন বলে জানিয়েছেন তিনি। ২০১৬ সালে সবং থেকে তিনি কংগ্রেসের টিকিটে জিতেছিলেন। তারপর ফের ২০২১-এ তিনি সবং থেকে জিতলেন তৃণমূলের টিকিটে। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দু-সপ্তাহের মধ্যে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া বাধ্যতামূলক।

English summary
Manas Bhunia announces resign from MP of Rajya Sabha after swearing as minister of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X