For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতী ঘোষকে সংবর্ধনা তৃণমূল সাংসদের, মেদিনীপুরে শহিদ শ্রদ্ধাজ্ঞাপনের মঞ্চের ঘটনা ঘিরে ফিসফাঁস

একজন তৃণমূলের রাজ্যসভার সদস্য। অন্যজন একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের বলে পরিচিত। কিন্তু বর্তমানে বিজেপি নেত্রী। এহেন ভারতী ঘোষকে সংবর্ধনা মানস ভুঁইয়ার।

  • |
Google Oneindia Bengali News

একজন তৃণমূলের রাজ্যসভার সদস্য। অন্যজন একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের বলে পরিচিত। কিন্তু বর্তমানে বিজেপি নেত্রী। এহেন ভারতী ঘোষকে সংবর্ধনা মানস ভুঁইয়ার। শহিদ শ্যামল দের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠানে মানস ভুঁইয়া একাধিকবার ভারতী ঘোষের নাম উল্লেখ করেন। যা নজর এড়ায়নি সেখানে উপস্থিত সাধারণ মানুষের।

 শহিদ শ্যামল দের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠান

শহিদ শ্যামল দের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠান

শুক্রবার অনন্তনাগে জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছিলেন সবং-এর সিংপুরের বাসিন্দা সিআরপিএফ জওয়ান শ্যামল দে। রবিবার তাঁর দেহ পৌঁছয় গ্রামে। সেখানেই প্রতিবেশী থেকে শুরু করে রাজনৈতিক দলের প্রতিনিধি সবাই শ্রদ্ধা জানান। গোটা গ্রাম জড়ো হয়ে দিয়েছিল শ্যামল দের বাড়ির উঠোনে।

দলের সাংসদের থেকেই বেশি বার ভারতী ঘোষের নাম উল্লেখ

দলের সাংসদের থেকেই বেশি বার ভারতী ঘোষের নাম উল্লেখ

মানস ভুঁইয়া শুরুটা করেছিলেন শ্রীমতি ঘোষ, ভারতী ঘোষ, তিনিও এসেছেন। তাঁকে সম্বর্ধনা জানানো হচ্ছে বলেও উল্লেখ করেন মানস ভুঁইয়া। সিআরপিএফ-এর ডিআইজি পুষ্পস্তবক দেওয়ার পর ফের ভারতী ঘোষের নাম উল্লেখ করেন মানস ভুঁইয়া। ভারতী ঘোষ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। ভারতী ঘোষের পরেই পুষ্পস্তবক দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। স্থানীয় অনেকেই বলছেন মানস ভুঁইয়া যতবার ভারতী ঘোষের নাম উল্লেখ করেছেন, ততবার স্থানীয় সাংসদ দেবের নাম উল্লেখ করেননি।

শ্রদ্ধা জানাতে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ

শ্রদ্ধা জানাতে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ

শ্যামল দের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব, বিজেপি নেত্রী তথা এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ আইপিএস ভারতী ঘোষ, যুব কংগ্রেস নেতা শেখ সাইফুল ছাড়াও অন্যান্য নেতারা। এই অনুষ্ঠানে ঘোষকের ভূমিকায় ছিলেন দীর্ঘদিনের সবং-এর বিধায়ক তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ মানস ভুঁইয়া।

ভারতী ঘোষের পথেই মমতাকে মা বলেছিলেন মানস

ভারতী ঘোষের পথেই মমতাকে মা বলেছিলেন মানস

দীর্ঘদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করেছিলেন আইপিএস ভারতী ঘোষ। সেই সময় তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন। আর এইমাসের শুরুতে সেই কথা শোনা যায়, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়ার মুখে। সাংসদ মানস ভুঁইয়া ও সবং-এর বিধায়ক গীতারানি ভুঁইয়াকে বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো। কেননা পরিযায়ী শ্রমিকদের সন্তান ভেবে রাজ্যে এনে খাদ্য, বস্ত্র দিয়েছেন।

নিজেদের অস্ত্রে নিজেরাই কুপোকাত পাকিস্তান! গ্রেনেড হামলায় কেঁপে উঠল করাচি স্টক এক্সচেঞ্জ, মৃত ১০নিজেদের অস্ত্রে নিজেরাই কুপোকাত পাকিস্তান! গ্রেনেড হামলায় কেঁপে উঠল করাচি স্টক এক্সচেঞ্জ, মৃত ১০

English summary
Manas Bhuinya welcomes Bharati Ghosh in Sabang
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X