For Quick Alerts
For Daily Alerts
প্রেমিকার বিয়ে রুখতে গিয়ে মর্মান্তিক পরিস্থিতির শিকার যুবক! কোন কাণ্ড ঘটে গেল হুগলিতে
উদ্দেশ্য ছিল প্রেমিকাকে আবার নিজের কাছে ফিরে পাওয়া, চোখের সামনে নিজের মানুষটির বিয়ে হওয়ার ঘটনা মেনে নিতে পারছিলেন না হুগলির পাণ্ডুয়ার মিরাজ মহম্মদ। আর তার জেরেই গিয়ে ছিলেন প্রেমিকার বিয়ে রুখতে। এরপরই ঘটে যায় চরম ঘটনা।

তাঁর সঙ্গে নয়, অন্য একজনের সঙ্গে প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। বিয়ের তারিখও পাকা হয়ে গিয়েছিল। এরপরই বিয়ে রুখে দেওয়ার চেষ্টা করতে থাকেন হুগলির পাণ্ডুয়ার মিরাজ। প্রেমিকার বাড়ি গিয়ে তিনি অনুরোধ করেন,এই বিয়ে যেন তাঁরা না দেন । শুনেই ক্ষোভে ফুঁসে ওঠে প্রেমিকার পরিবার। শুরু হয় মারধর।
মিরাজকে এতটাই মারধর করা হয়, যে মার খেতে খেতে সে অচৈতন্য হয়ে পড়ে। ওই অবস্থায় মিরাজকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। গোটা ঘটনার জেরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির পাণ্ডুয়া এলাকায়।