আতঙ্কে ছড়াচ্ছে আবসাদ, জ্বরকে করোনা সংক্রমণ ভেবে আত্মঘাতী দুর্গাপুরের যুবক
কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। আতঙ্কে নিজের পরিবার থেকে আলাদা হয়ে পাড়ার একটি ক্লাবঘরে থাকতে শুরু করেছিলেন দুর্গাপুরের অন্ডালের উখরার বাসিন্দা। কিন্তু সেখানে তাঁর শোয়াতে আপত্তি জানায় পুলিস। তারপর থেকে বেশ মনমরা এবং অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন ওই বাসিন্দা।

বৃহস্পতিবার সকালে ক্লাবঘর থেকে বাড়ি ফিরেই নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। পরিবারের লোকের অভিযোগ করোনা ভাইরাস হয়েছে এই আঙ্কেই অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। তারপরেই আত্মহত্যা করেন তিনি। তবে তিনি কোনও চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন কিনা সেটা জানা যায়নি।
করোনা আজ বার নতুন করে আক্রান্ত হয়েছেন নয়াবাদের একবাসিন্দা। তাঁকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে। ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে লকডাউন ঘোষণা করেছে মোদী সরকার। সেই মত রাজ্যেও চলছে লকডাউন। অত্যাবশ্যকীয় সামগ্রি ছাড়া দোকান বাজার সব বন্ধ রয়েছে। চলছে না গণপরিবহণ ব্যবস্থাও। রাজ্যে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে এক জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ১০ জন।