For Quick Alerts
For Daily Alerts
স্ত্রীয়ের সঙ্গে বন্ধুর পরকীয়া প্রেম! পরিণামে কোন কাণ্ড ঘটিয়ে ফেললেন স্বামী
রাগ , ক্ষোভ জমাট বাঁধতে শুরু করে শেষ পরিণতি গিয়ে ঠেকল খুনের ঘটনায়। বন্ধুই হত্যা করল আরও এক বন্ধুকে। নেপথ্যে রয়েছে পরকীয়া প্রেম। বেহালার রাকেশ দাসের বিরুদ্ধে অভিযোগ , সে তার বন্ধুকে ইঁট দিয়ে মাথা থেঁতলে খুন করেছে।

রাতে মদের আসরে দুই হন্ধুর মধ্যে বচসা শুরু হয়। বচসার মূল কারণ , রাকেশের স্ত্রীর সঙ্গে বন্ধু শুভর ঘনিষ্ঠতা বেড়ে যাওয়া। রাকেশের দাবি, তার স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে আবদ্ধ হয়েছিল শুভ। আর সেই প্রসঙ্গ তুলে রাতে ৫ বন্ধুর মদের আসরে চরম ঝামেলা হয়। শেষে রাকেশ চড়াও হন শুভর ওপর। ইঁট দিয়ে মারধরের পর আহত শুভকে হাসপাতালে নিয়ে গেলে , চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বেহালার চণ্ডীতলার এই ঘটনায় রীতিমক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এদিকে, শুভকে নিয়ে হাসপাতালে যায় তাঁর চার বন্ধু। তচার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেই সমস্ত তথ্য জানতে পারে পুলিশ। এরপর ধরা পড়ে রাকেশ। পুলিশি জেরার সামনে সে সমস্ত তথ্য কবুল করেছে। রাকেশ জানায়, অনেকদিন ধরেই শুভকে হত্যার ছক কষছিল সে।