For Daily Alerts
হাওড়ার শিবপুরে গুলি করে খুন যুবককে

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত এগারোটা নাগাদ খাবার কিনতে বেরিয়েছিলেন ইফতিকার আহমেদ নামে ওই যুবক। খাবার কিনে ফেরার সময় জিটি রোডের ওপর কয়েকজন তাঁকে ঘিরে ধরে। প্রথমে কোনও বিষয় নিয়ে বচসা হয়। হঠাৎ একজন পকেট থেকে রিভলভার বের করে গুলি চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থা সঙ্গে সঙ্গে তিনি লুটিয়ে পড়েন। তার পরই পালিয়ে যায় দুষ্কৃতীরা। একজন হামলাকারীকে শনাক্ত করা গিয়েছে বলে দাবি। তার নাম শেখ চাঁদ। সে এলাকারই যুবক। মৃত ইফতিকার আহমেদ সিটিসি-র কর্মীর ছিলেন।
দুর্বৃত্তদের পাকড়াও করতে তল্লাশি শুরু করেছে পুলিশ। অনুমান, পুরনো কোনও বিবাদের জেরেই এই খুন। মৃত যুবকের বন্ধুবান্ধব, পরিবারকে জেরা করে সূত্র পাওয়ার চেষ্টা করছে পুলিশ। তাদের আশা, খুব শীঘ্র খুনের কিনারা করা সম্ভব হবে।