For Quick Alerts
For Daily Alerts
হাতির হানায় যুবকের মৃত্যু ধূপগুড়িতে, লোকালয়ে তাণ্ডবে আতঙ্কে বাসিন্দারা
হাতির হামলায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে ধূপগুড়িতে।জানা গিয়েছে, মৃত যুবকের নাম আরেন রাভা (৩৪)। ধুপগুড়ি ব্লকের খুট্টিমারি এলাকার বাসিন্দা সে। স্থানীয়রা জানান, খাদ্যের খোঁজে বৃহস্পতিবার গভীর রাতে ধুপগুড়ি ব্লকের খুট্টিমারিতে লোকালয়ে ঢুকে পড়ে একটি হাতির দল। এদিন সকালেও তান্ডব চালায় হাতির দলটি।

দামালের ওই দলটিকে তাড়াচ্ছিলেন ছিলেন বেশ কয়েকজন যুবক। সে সময় ঘটে বিপত্তি। দলটিকে তাড়িয়ে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার সময় ধূপগুড়িতে পাল্টা হামলা চালায় হাতির দল। সেই হামলায় প্রাণ হারালেন ওই যুবক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। তাঁদের আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে পুলিস পৌঁছলে তাদেরও আটকে রাখা হয়।
সুন্দরবনের পথে-ঘাটে ঘুরে বেড়াচ্ছে বাঘ-হরিণ, কারণ জানলে অবাক হবেন

Positive Story : করোনা আবহে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রেনে রপ্তানি বানিজ্য শুরু