গোপনে মমতার এসএমএস কংগ্রেস বিধায়কদের! এবার দল ছাড়ছেন কারা
তৃণমূলের কোর কমিটির বৈঠকে কংগ্রেস বিধায়কদের আনাগোনা নিয়ে নয়া জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের কোর কমিটির বৈঠকে তাঁদের উপস্থিত হওয়ার জন্য এসএমএসে আমন্ত্রণ জানানো হয়। দলছুট বিধায়ক ছাড়াও কংগ্রেস থাকা বিধায়করাও ছিলেন এই তালিকায়। প্রদেশে কংগ্রেসের তাই তীক্ষ্ণ নজর কারা কারা গেলেন তৃণমূলের বৈঠকে।

মুকুল রায়কে হারানোর পর দলের সংগঠন আরও মজবুত করে পঞ্চায়েত যুদ্ধে ঝাঁপিয়ে পড়াই লক্ষ্য তৃণমূলের। সেই লক্ষ্যেই তৃণমূলের কোর কমিটির বৈঠক আদতে রাজ্য সম্মেলনের রূপ নিয়েছে বুধবার। নজরুল মঞ্চে সেই বৈঠকে যেমন পঞ্চায়েত নির্বাচনের নীতি নির্ধারণ করা হবে, সেইসঙ্গে নির্ধারিত হবে দলের সংগঠন বাড়াতে কী পদ্ধতি অবলম্বন করবে তৃণমূল।
বিজেপিকে এক ইঞ্চি জমি তারা ছাড়তে রাজি নন। এদিকে ভবিষ্যতে কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়টিও রয়েছে। সেই আঙ্গিকে কংগ্রেসকে ক্ষুণ্ণ করাও চলবে না। তাই কংগ্রেসকে ভাঙা এই মুহূর্তে উদ্দেশ্য নয়, এমন একটা অলিখিত সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল। তাহলে কংগ্রেস বিধায়কদের অনেককেই কেন ডাকা হল? তবে কি মুকুল-ফোবিয়ায় এখন পঞ্চায়েতের আগে যেনতেন প্রকারে দলের শক্তি বাড়াতে কংগ্রেসকে ভাঙার খেলা ফের শুরু করতে চাইছে তৃণমূল?
সেই উত্তর পেতে এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। তার আগে এখন ভাবনায় তৃণমূলের বৈঠকে কোন কোন কংগ্রেস বিধায়ক উপস্থিত হলেন। যাঁরা কংগ্রেস ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন, তাঁরা সরকারিভাবে কংগ্রেসের বিধায়ক হলেও তৃণমূলের বৈঠকে হাজির হয়েছেন অনেকেই। কিন্তু এর বাইরে কারা গেলেন তৃণমূলের মঞ্চে সেদিকে চোখ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের।
বেশ কয়েকটি নামই কিছুদিন ধরে বাজারে ভাসছে। কংগ্রেসের অনেক বিধায়কই তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। এই তালিকায় নাম রয়েছে, শঙ্কর মালাকার, অপূর্ব সরকার, দুলাল বর, বিশ্বনাথ পড়িয়াল, গৌতম দাসদের। এঁরা বিজেপিতে নয়, দল ছাড়লে তৃণমূলে যেতেই বেশি আগ্রহী। দুলাল বর, বিশ্বনাথ পড়িয়ালদের কাছেও তৃণমূলের এসএমএস গিয়েছে বলে জানা গিয়েছে।
কংগ্রেসের ৪৪ জন বিধায়ক ছিলেন এবার। সেই সংখ্যা কমে এখন ৩৫-এ নেমে এসেছে। মধূসুদন ঘোষ প্রয়াত হয়েছেন, আর বাকি আট বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁরা হলেন তুষারকান্তি ভট্টাচার্য, হাসানুজ্জামান শেখ, রবিউল আলম চৌধুরী, শম্পা দড়িপা, কানাইলাল আগরওয়াল, অরিন্দম ভট্টাচার্য, শঙ্কর ভুঁইয়া ও মানস ভুঁইয়া। ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে অনেক কংগ্রেস বিধায়ক যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল।
তবে সেই মঞ্চে কোন কংগ্রেসিই তৃণমূলের পতাকা হাতে তোলেননি। তারপরই জানা গিয়েছিল, কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে সখ্যতা তৈরি হওয়াতেই কংগ্রেস ভাঙার খেলা স্থগিত রেখেছে তৃণমূল। এমনকী আর কংগ্রেসের শক্তিহরণ করা হবে না, এমনও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দলের অন্দরে। তবে এখন মুকুল রায়কে হারিয়ে দিকভ্রান্ত তৃণমূল ফের সেই পুরনো খেলা পাথেয় করে দলের শক্তিবৃদ্ধিতে নামে কি না সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।