For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের মহা ধামাকা ‘অফার’, প্রবীণদের অধিকার রক্ষায় কর ছাড় মমতার সরকারের

‘দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল’ পেশ করে আইনের পরিবর্তনের মাধ্যমে প্রবীণ নাগরিকদের ১০ শতাংশ সম্পত্তি কর ছাড় দেবে রাজ্য সরকার।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য সম্পত্তিতে বিশেষ কর ছাড়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এ জন্য আইনে সংশোধনী আনতে আগামী সপ্তাহেই বিধানসভায় পেশ করা হবে বিল। 'দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল' পেশ করে আইনের পরিবর্তনের মাধ্যমে প্রবীণ নাগরিকদের ১০ শতাংশ সম্পত্তি কর ছাড় দেওয়া হবে।

রাজ্যের মহা ধামাকা ‘অফার’, প্রবীণদের অধিকার রক্ষায় কর ছাড় মমতার সরকারের

[আরও পড়ুন:পঞ্চায়েতে বিজেপির টার্গেট অনুব্রত, দিলীপদের ভোকাল টনিক দিতে আসছেন অমিত][আরও পড়ুন:পঞ্চায়েতে বিজেপির টার্গেট অনুব্রত, দিলীপদের ভোকাল টনিক দিতে আসছেন অমিত]

বর্তমানে রাজ্যের মোট লোকসংখ্যার ৮.৫ শতাংশ মানুষ প্রবীণ নাগরিক। তাঁদের পাশে দাঁড়াতে এবার রাজ্য সরকার বিশেষ এই সিদ্ধান্ত গ্রহণ করল। আপাতত রাজ্যের ১২১টি পুরসভা (মিউনিসিপ্যালিটি) ও ৬টি পুরনিগম (মিউনিসিপ্যাল কর্পোরেশন)-এর যে সমস্ত নাগরিকের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে তাঁরা এই পরিষেবা পাবেন।

রাজ্যের তরফে জানানো হয়েছে, বর্তমানে বৃদ্ধ মা-বাবার উপর সন্তানের অত্যাচার বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই সম্পত্তি হাতাতে সন্তানরা বৃদ্ধ মা-বাবার প্রতি অমানবিক আচরণ করে। তাই সেই সমস্ত নাগরিকদের অধিকার সুরক্ষিত করতে এই প্রয়াস নিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। এর ফলে বাড়ির অধিকার যেমন অনেকটাই সুনিশ্চিত হবে, তেমনই আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের কমবে করের বোঝা।

আগামী সোমবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনেই পুর ও নগরোন্নয়ন দফতর এই বিল আনতে চলেছে। বৃহস্পতিবার বিল পেশের প্রস্তাব গৃহীত হয়েছে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে। এবার আইন পরিবর্তন করে ১ এপ্রিল থেকে কলকাতা পুরসভার নতুন সম্পত্তি কর ব্যবস্থা চালু করতে চাইছে রাজ্য।

এই নতুন কর ব্যবস্থায় যে এলাকার বাসিন্দা সেই এলাকার নির্ধারিত কর দিতে হবে। এলাকার পুর পরিষেবার মান খতিয়ে দেখতে করের হার নির্ধারণ করা হয়েছে। বেশ কিছু এলাকায় করের পরিমাণ বেড়েছে। সেই কারণেই সম্পত্তি করে ছাড় দিয়ে সমতা রক্ষার চেষ্টা করছে রাজ্য।

English summary
Mamta Banerjee's government gives property tax rebate for the elderly. The West Bengal Municipal Corporation Amendment Bill will be presented in the Legislative Assembly in next week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X