For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কোভিড চলছে বলে এনপিআর, এনআরসি ভুলে যাইনি', মোদী-শাহকে হুঁশিয়ারি মমতার

'কোভিড চলছে বলে এনপিআর, এনআরসি ভুলে যাইনি', মোদী-শাহকে হুঁশিয়ারি মমতার

Google Oneindia Bengali News

২১ জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে ফের এনআরসি, এনপিআর নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড চলছে বলে এনআরসি, এনপিআর ভুলে যাইনি আবারও মোদী-শাহকে মনে করিয়ে দিলেন মমতা। প্রসঙ্গত উল্লেখ্য গোটা দেশে এনআরসি নিয়ে তিনিই প্রথম সরব হয়েছিলেন।

মমতার হুঁশিয়ারি

মমতার হুঁশিয়ারি

মাস ছয়েক আগে পর্যন্ত গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল এনআরসি আর এনপিআর বিরোধী আন্দোলনে। আগুন জ্বলেছে দেশের একাধিক প্রান্তে। হঠাৎ করে করোনা সংক্রমণ প্রতিবাদের সেই আগুনে জল ঢেলে দেয়। তাই একুশের শহিদ স্মরণের মঞ্চ থেকে আবার সেই এনআরসি আর এনপিআরের কথা মনে করিেয় দিলেন মমতা। মোদী-শাহকে হুঁশিয়ার করে বললেন, মনে করবেন না কোভিড চলছে বলে এনসিআর, এনপিআর ভুলে গিয়েছিল।

অসম-ত্রিপুরায় অত্যাচার চলছে

অসম-ত্রিপুরায় অত্যাচার চলছে

এদিন তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেছেন অসমে এনসিআরের নামে চরম নির্যাতন চলছে। কখনও বাঙািলর নাম বাদ দেওয়া হয়েছে কখনও বিহারির নাম বাদ দেওয়া হয়েছে। এনআরসির নামে প্রাদেশিকাতায় উস্কানি দিয়েছে বিজেপি। এর আগেও মমতা অভিযোগ করেছিলেন এরআরসির নামে অসমে বাঙালি খেদাও, বিহারি খেদাও অভিযান চালাচ্ছে বিজেিপ।

কালা কানুন তৈরি করছে বিজেপি

কালা কানুন তৈরি করছে বিজেপি

মমতা অভিযোগ করছেন দেশে নাগরিকত্ব দেওয়ার নাম করে কালা কানুন তৈরি করছে বিজেপি। যাঁরা দেশের নাগরিক তাঁদের আবার নাগরিকত্ব কী। যাঁরা বিদেশের মাটিতে জন্মেছেন তাঁদের নাগরিকত্ব দেওয়ার কথা হতে পারে। দেশের মাটিতে যাঁরা জন্মেছেন তাঁদের আলাদা করে নাগরিকত্ব দেওয়ার কে বিজেপি। এই নিয়ে ফের হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রীর কণ্ঠে।

বিজেপি এলে বাঁচতে পারবেন না

বিজেপি এলে বাঁচতে পারবেন না

ত্রিপুরায় বিজেপি শাসনের কটাক্ষ করে মমতা বলেছেন, যাঁরা ত্রিপুরায় বিজেপিকে ভোট গিয়েছিলেন তাঁরা এখন বুঝতে পারছেন কী ভুল করেছেন। সকলের মুখ বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। কারোর একটা কথা বলার ক্ষমতা নেই। এমন পরিস্থিতি তৈরি হয়েছে ত্রিপুরায়। বিহার, উত্তর প্রদেশ সর্বত্র তাই চলছে।

আম্ফানে সাড়ে ৬ হাজার কোটি খরচ রাজ্যের! আসল দাবিদারকে ক্ষতিপূরণ, বিজেপিকে নিশানা করে আশ্বাস মমতারআম্ফানে সাড়ে ৬ হাজার কোটি খরচ রাজ্যের! আসল দাবিদারকে ক্ষতিপূরণ, বিজেপিকে নিশানা করে আশ্বাস মমতার

English summary
Mamata warn BJP for NPR, NRC says TMC still remember all issues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X