মমতা বনাম সিবিআই! ট্রোল-মিম, মশকরায় ব্যস্ত সোশ্যাল মিডিয়া
লোকসভা নির্বাচনের আগে , রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ইতিমধ্যেই উত্তপ্ত সারদা চিটফান্ড মামলা ঘিরে। এই মামলায়
কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অফিসাররা পৌঁছতেই তাঁদের সঙ্গে রবিবার সন্ধ্যায় ধস্তাধস্তি শুরু হয় পুলিশ কর্মীদের সঙ্গে। আর এই নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হলেও, সোশ্যাল মিডিয়া ব্য়স্ত ট্রোল , মজা, মশকরা নিয়ে। 'সিবিআই বনাম দিদি' লড়াইয়ের যাবতীয় ট্রোল নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজার পারদ চড়ছে।
পাঁচতলা মল....
এক জনপ্রিয় বিজ্ঞাপনের সুর ধরে সিবিআই বনাম রাজ্য সংঘাতকে কেন্দ্র করে এই পোস্টটি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ধরনা মঞ্চে মমতা!
মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে চলাফেরা নিয়েও একটি মিম সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়ে চলেছে।
মমতার ভিডিও ঘিরে মিম
মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন মঞ্চে বহুবার চলাফেরা করতে দেখা যায়। আর সেই নিয়েই নয়া ট্রোল।
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ট্রোল
মমতা বন্দ্যোপাধ্যায় বনাম সিবিআই যুদ্ধে অনেকেই মমতার উদ্য়োগ, ও প্রতিবাদী সত্ত্বার প্রশংসা করেছেন। তবে ফেসবুক ব্যস্ত এই 'পোস্ট' নিয়ে।
|
জয়কান্ত শিক্রে
'সিংহম' ছবির জয়কান্ত শিক্রেকে মনে আছে? সেই চরিত্রটি নিয়েই প্রকাশ্যে এসেছে এই মিম।
|
অনেকেই ধিক্কার জানিয়েছেন গোটা ঘটনাকে!
অনেকেই রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতার রাজপথে যে ঘটনা ঘটেছে তাকে ধিক্কার জানিয়েছেন অনেকেই। যার ফসল হিসাবে উঠে এসেছে এই মিম।
|
মোদী-মমতা নিয়ে পোস্ট
গতরাতের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠে আসে এই পোস্টটি। যেখানে 'স্ত্রী' ছবির একটি বিখ্যাত সংলাপ ব্যবহার করা হয়েছে।
আরও এক ট্রোল
কিছুদিন আগে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের 'গুডি গুডি পিপল' মন্তব্য নিয়েও ট্রোল হয়েছে যথেষ্ট।