For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় অফিসে 'রিপোর্টিং টাইম' শিথিল ও 'ওয়ার্কফ্রম হোম' নিয়ে বড় বার্তা মমতার

বাংলায় অফিসে 'রিপোর্টিং টাইম' শিথিল ও 'ওয়ার্কফ্রম হোম' নিয়ে বড় বার্তা মমতার

Google Oneindia Bengali News

গত ৮ তারিখ থেকে পশ্চিমবহ্গের সরকারি ও বেসরকারি অফিসগুলি খুলে গিয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে ১০০ শতাংশ কর্মী নিয়েই এই অফিসগুলিতে কাজ করতে হবে। এরপর অফিসের নিয়ম নিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায় একাধিক বার্তা দিয়েছেন।

অফিস টাইমিং নিয়ে মমতা

অফিস টাইমিং নিয়ে মমতা

এদিন একটি টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'আমি সকলকে ভিড় এড়িয়ে চলার আর্জি জানাচ্ছি। ..' এক্ষেত্রে তিনি ভিড় বাস এড়িয়ে চলার কথা বলেন, এছাড়াও প্রাইভেট সেক্টরের অফিসগুলির কাছে আর্জির সুরে মমতা বলেন কর্মীদের যেন সেখানে যত বেশি সংখ্যক ওয়ার্ক ফ্রম হোম দেওয়া যায়,তার ব্যবস্থা করা হয়।

 রাজ্যসরকারের অফিসের কথা..

রাজ্যসরকারের অফিসের কথা..

রাজ্যসরকারের অফিসগুলিতে রিপোর্টিং চাই শিথিল করা হয়েছে বলে জানান মমতা। অর্থার কর্মীরা যদি দেরিতেও ঢোকেন সেক্ষেত্রে তার অনুমতি দেওয়া হচ্ছে। প্রাইভেট সেক্টরের ক্ষেত্রেও তা করার কথা বলেন মমতা।

 সোশ্যাল ডিসটেন্সিং

সোশ্যাল ডিসটেন্সিং

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজের টুইটে বারবার বলেন, সোশ্যাল ডিসটেন্সিং ও মুখে মাস্ক আবশ্যিক। নিজের সুরক্ষা নিজের হাতে । তাই খুব প্রয়োজন না হলে বাইরে বের হওয়া থেকে নিজেকে বিরত থাকার আর্জি জানিয়েছেন মমতা।

 বাংলার জন্য বার্তা

বাংলার জন্য বার্তা

মমতা বলেন, যেভাবে বাংলার মানুষ, করোনা ও আম্ফান পরবর্তী সময়ে পরিস্থিতি সামলে নিয়েছেন, তাতে বাংলার সংস্কৃতি আর মানুষের অবদমিত উৎসাহের পরিচিতি পাওয়া যায়। আগামী দিনেও পরিস্থিতি শুধরে যাবে বলে তাঁর আশা।

২০২১-এর আগেই হেরে গিয়েছে! মমতার সরকারের বিরুদ্ধে উদাহরণ তুলে বিস্ফোরক দিলীপ ঘোষ ২০২১-এর আগেই হেরে গিয়েছে! মমতার সরকারের বিরুদ্ধে উদাহরণ তুলে বিস্ফোরক দিলীপ ঘোষ

English summary
Mamata urges Bengal private sector to relax reporting time and to do more Work From home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X