For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে মোদীর শপথ ছেড়ে কাল নৈহাটিতে গড় বাঁচানোর লড়াইয়ে মমতা! রয়েছে কোন কর্মসূচি

প্রধানমন্ত্রী পদে মোদীর শপথে তিনি যাবেন না জনিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ৩০ মে-র তিনি দিল্লি না গিয়ে যাচ্ছেন নৈহাটিতে।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী পদে মোদীর শপথে তিনি যাবেন না জনিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ৩০ মে-র তিনি দিল্লি না গিয়ে যাচ্ছেন নৈহাটিতে। নিজের হারানো জমি ফের একবার ফিরিয়ে এনে পোক্ত করতে এবার চরম তৎপরতায় বাঙালির অগ্নিকন্যা। লোকসভা ভরাডুবি, ও বাংলা জুড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঝড় সামলে ফের একবার পুরনো মমতাকেই এবার দেখা যাবে বলে মনে করছেন দলের একাংশ। আর সেই লক্ষ্যেই কাল নৈহাটির মাটিতে পা রাখছেন তৃণমূল সুপ্রিমো।

কেন নৈহাটিতে মমতা?

কেন নৈহাটিতে মমতা?

উত্তর ২৪ পরগনার ৪ টি পুরসভা গতকালই কার্যত চলে গিয়েছে বিজেপি শিবিরে। তৃণমূল ছেড়ে ৪ পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলাররা পদ্মশিবিরে। পাশপাশি ,ব্যারাকপুরের মাটি থেকে একাধিকবার মমতা বিরোধী হুঙ্কার দিয়ে চলেছেন অর্জুন সিং। লুঠ হয়েছে তৃণমূলের দলীয় পার্টি অফিসও। এমন পরিস্থিতিতে ফের একবার দল থেকে মুখ ফিরিয়ে নেওয়া কর্মীদের ঘরে ফিরিয়ে নিতেই আগামীকাল নৈহাটি যাত্রা মমতার।

কোন কর্মসূচি রয়েছে মমতার?

কোন কর্মসূচি রয়েছে মমতার?

বৃহস্পতিবার সন্ধ্যে ৭ টার সময় দিল্লিতে মোদীর শপথ গ্রহণ, আর তার আগে বাংলার বুকে নৈহাটিতে পুরসভার সামনে তৃণমূলের তরফে ধিক্কার সবার আয়োজন করা হয়েছে। আর এই ধিক্কার আন্দোলনেই অংশ নেবেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়।

গড় বাঁচাতে দিল্লি ছেড়ে নৈহাটি!

গড় বাঁচাতে দিল্লি ছেড়ে নৈহাটি!

তৃণমূল সূত্রে এদিন সাফ জানানো হয়েছে, ঘরছাড়াদের ঘরে ফেরাতে ময়দানে নিজে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আগামীকাল অবস্থান বিক্ষোভের মঞ্চে দেখা যাবে। অনেকেই বলছেন, উত্তর ২৪ পরগনার দলীয় নেতৃত্বের ওপর ভরসা রাখতে না পেরেই এবার নিজেই ময়দানে নামলেন মমতা। পাশাপাশি ,এলাকায় বিজেপির হাতে যাঁরা অত্যাচারিত, তাঁদের উদ্ধার করতেও তৎপরতা নিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

English summary
West Bengal: Mamata To attend TMC Meet in Naihati after skipping Modi swearing in celebration.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X