For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর কড়া সমালোচনা করে নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করুক মমতা : মৌলানা বরকতি

Google Oneindia Bengali News

মোদীর কড়া সমালোচনা করে নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করুক মমতা : মৌলানা বরকতি
কলকাতা, ১৮ মার্চ : নিজেকে ধর্মনিরপেক্ষ নেত্রী প্রমান করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বিজেপির প্রতি আরও আক্রমণাত্মক সমালোচনা করা। সোমবার এই মন্তব্য করেন কলকাতার টিপু সুলতান মসজিদের প্রধান ইমাম মৌলানা বরকতি।

বরকতির কথায়, নরেন্দ্র মোদী একজন সুবিধাবাদী নেতা। লোকসভা নির্বাচনের আগে মুসলিম সম্প্রদায়ের কাছে ভোটের আবেদন জানাচ্ছেন মোদী। মুসলিমদের টুপি পড়তে মোদীর সম্মানে লাগে। অথচ তিনি মুসলমানদের ভোট চান কোন মুখে।

নরেন্দ্র মোদী সুবিধাবাদী নেতা, মুসলিম সম্প্রদায়ের কাছে ভোট চান কোন মুখে : বরকতি

নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আরও কট্টর প্রচার মমতার চালানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষ নেত্রী। কিন্তু বাকিদের কাছে তা প্রমাণ করতে মোদীর আরও সমালোচনা করা উচিত ওঁর। কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী জনসমক্ষে যেভাবে নরেন্দ্র মোদীর সমালোচনা করেন সংখ্যালঘু সম্প্রদায়ও চায় মমতা আরও খোলাখুলিভাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রচার করুন। প্রয়োজন হলে কংগ্রেসকে সমর্থন করুন বলেও মমতার উদ্দেশে বার্তা দিয়েছেন বরকতি।

সামনেই লোকসভা নির্বাচনে যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটব্যাঙ্ককে লক্ষ্য বানাচ্ছেন। সেখানে জনপ্রিয় মুসলিম ধর্মগুরু বরকতির এহেন মন্তব্য পার্থক্য টানতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজ্য়ে ২৫-২৮ শতাংশ ভোট রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের। সংখ্যালঘু মুসলিম ভোট যে নির্বাচনে একটা বড় পার্থক্য গড়ে দিতে পারে অজানা নয় কোনও দলেরই। এখন দেখার মুসলিম ভোট ব্যাঙ্কের কথা ভেবে তৃণমূল সুপ্রিমো কী বরকতির বাতলে দেওয়া পথে চলবে নাকি নিজের অবস্থানেই অনড় থাকবেন মমতা।

English summary
Mamata should be more critical about Modi to prove her secular credentials : Moulana Barkati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X