For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের সাহায্য করতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অভিনব পরিকল্পনা রাজ্য সরকারের

কৃষিজীবী মানুষদের সাহায্য করতে অভিনব পরিকল্পনা নিল রাজ্য সরকার।

  • |
Google Oneindia Bengali News

কৃষিজীবী মানুষদের সাহায্য করতে অভিনব পরিকল্পনা নিল রাজ্য সরকার। আগামী অগাস্ট মাস থেকে রাজ্য সরকার কৃষকদের মোবাইলে হোয়াটসঅ্যাপ করে ধান ও অন্য শস্য কেনা-বেচা সহ নানা তথ্য জানিয়ে দেবে। যার ফলে কৃষকদের কাজ অনেক সহজ হবে ও ঝক্কি পোহাতে হবে না।

কৃষকদের সাহায্য করতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অভিনব পরিকল্পনা রাজ্য সরকারের

সরকারের তরফ থেকে নানা প্রয়োজনীয় তথ্য মেসেজ আকারে জানিয়ে দেওয়া হবে। কখন সরকার ফসল কিনবে, কত দামে কিনবে, কোথায় গিয়ে বিক্রি করতে হবে, এই সমস্ত তথ্য হোয়াটসঅ্যাপে জানানো হবে। যে ব্লকে এই কর্মকাণ্ড চলবে, তার দেখভালের দায়িত্বে থাকবেন কৃষি বিভাগের আধিকারিকেরা।

রাজ্যের ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট ও কৃষি দফতর একযোগে এই কাজে হাত মিলিয়েছে। গতবছরই কৃষকজেক কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে রেখেছিল রাজ্য সরকার। সবমিলিয়ে মোট ১৭ লক্ষ কৃষকের নম্বর সরকারের কাছে রয়েছে। সেটার ডেটাবেস তৈরি করে সরকার কাজে নামছে।

প্রসঙ্গত, গতবছরে রাজ্য সরকার ৩২ লক্ষ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে কিনেছে। এবছর সরকারের লক্ষ্য সেই সীমা বাড়িয়ে ৪০ লক্ষ মেট্রিক টনে নিয়ে যাওয়ার। ফলে কৃষকরা যাতে পুরো ধানটাই সরকারের হাতে বেচতে পারে, সেজন্য সরকার এবছর আগে থেকেই উদ্যোগ নিয়েছে।

English summary
Mamata's West Bengal govt will WhatsApp farmers to inform about crop sell
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X