For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রিন ট্রাইবুনালের ছাড়পত্র মিলল, মমতার স্বপ্নের গজলডোবা পর্যটনকেন্দ্রের কাজ শুরু

অবশেষে মিলল গ্রিন ট্রাইবুনালের ছাড়পত্র। এক বছর বন্ধ থাকার পর গজলডোবা মেগা পর্যটন হাবের কাজ শুরু হল। সম্পূর্ণ হয়ে গেল বেসরকারি সংস্থার সঙ্গে মউ চুক্তিও।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১২ এপ্রিল : অবশেষে মিলল গ্রিন ট্রাইবুনালের ছাড়পত্র। এক বছর বন্ধ থাকার পর গাজলডোবা মেগা পর্যটন হাবের কাজ শুরু হল। সম্পূর্ণ হয়ে গেল বেসরকারি সংস্থার সঙ্গে মউ চুক্তিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও এক ধাপ এগোলেন উত্তরবঙ্গের স্বপ্নের পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরতে।

এতদিন গ্রিন ট্রাইবুনালের ছাড়পত্রের অপেক্ষায় ছিল রাজ্য। সেই ছাড়পত্র মিলতেই মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত করার উদ্যোগ শুরু হয়েছে। গ্রিন ট্রাইবুনালের ছাড়পাত্র পাওয়া যাচ্ছিল না বলে মউ চুক্তি আটকে ছিল। তিন বছর আগে মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাস হয়েছিল এই প্রকল্পের। মোট খরচ হিসেবে ধরা হয়েছিল ২২০০ কোটি টাকা। প্রথম পর্যায়ের কাজও শুরু হয়ে যায়। বরাদ্দ হয় ৩০০ কোটি টাকা।

মমতার স্বপ্নের গাজলডোবা পর্যটনকেন্দ্রের কাজ শুরু

এরপরই পরিবেশ আদালতের তরফ আপত্তি তোলা হয়। বন্ধ হয়ে যায় মেগা প্রকল্পের কাজ। সেই জটিলতা কাটাতেই সময় লেগে গেল এতদিন। গত সোমবারই উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন শীঘ্রই গাজলডোবা পর্যটন প্রকল্পের কাজ শুরু হবে। সেইমতো জটিলতা কাটিয়ে গজলডোবায় প্রকল্পের ছাড়পত্র মিলল।

পরিবেশ আদালতের দেওয়া শর্তমতো সত্তর শতাংশ এলাকায় সবুজায়ন ঘটানো হচ্ছে। আগামী দু'বছরের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়িত হবে। আমূল পরিবর্তন ঘটবে এলাকার অর্থনৈতিক অবস্থার। কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

English summary
Mamata's dream tourist project at Gajoldoba is started after Green Tribunal's clearance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X