For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এযেন বাম আমলের 'বিরোধী নেত্রী'! বাছা বাছা পয়েন্টে মমতার সমালোচনায় মুকুল

এযেন বাম আমলের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাছা বাছা পয়েন্টে সরকারের অক্ষমতার সমালোচনায় বিজেপি নেতা মুকুল রায়। রাজ্যে গণতন্ত্রহীনতার অভিযোগ থেকে পুলিশি রাজ।

  • |
Google Oneindia Bengali News

এযেন বাম আমলের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাছা বাছা পয়েন্টে সরকারের অক্ষমতার সমালোচনায় বিজেপি নেতা মুকুল রায়। রাজ্যে গণতন্ত্রহীনতার অভিযোগ থেকে পুলিশি রাজ। মুকুল রায়ের আক্রমণাত্মক ভাষণে উঠে এল রাজ্যের ঋণের প্রসঙ্গ।

রাজ্য পিছিয়েছে ১০০ বছর

রাজ্য পিছিয়েছে ১০০ বছর

জ্যোতি বসু, বুদ্ধবেব ভট্টাচার্যরা যদি রাজ্যকে ৩০ বছর পিছিয়ে দিয়ে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে পিছিয়ে দিয়েছেন ১০০ বছর। উত্তর ২৪ পরগনার অশোকনগরের সভায় এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়।

ঋণ নিয়ে প্রশ্ন

ঋণ নিয়ে প্রশ্ন

বামশাসনে ঋণের পরিমাণ ছিল ১ লক্ষ ৯৬ হাজার কোটি টাকা। মুকুল রায়ের প্রশ্ন, তা না কমে, সরকারের ঋণ দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৫ হাজার কোটিতে। এত ঋণ কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুকুল রায়।

কারখানা খোলেনি, বেড়েছে নারী নির্যাতন

কারখানা খোলেনি, বেড়েছে নারী নির্যাতন

মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন রাজ্যের বন্ধ কলকারখানা নিয়ে প্রশ্ন তুলতেন। প্রশ্ন তুললেন নারী নির্যাতন নিয়েও। কিন্তু তিনি কটি বন্ধ কারখানা খুলেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুকুল রায়। তৃণমূলের শাসনে রাজ্যে নারী নির্যাতন বেড়েছে বলেও অভিযোগ করেছেন মুকুল রায়।
নারী নির্যাতনে রাজ্য এখন দ্বিতীয় স্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

কলকাতা লন্ডন হবে না জানতাম, বললেন মুকুল

কলকাতা লন্ডন হবে না জানতাম, বললেন মুকুল

কলকাতা লন্ডন কিংবা উত্তরবঙ্গ সুইৎজারল্যান্ড হবে না, জানতাম। তবুও গণতন্ত্র ফেরাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম। কিন্তু সেই গণতন্ত্রের গলা টিপে ধরেছেন মমতা। তিনি একের পর এক বিরোধীদের মামলা দিয়ে জেলে ঢোকাচ্ছেন বলেও অভিযোগ করেছেন মুকুল রায়।

দিবা নিদ্রায় মমতা

দিবা নিদ্রায় মমতা

দিবা নিদ্রায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অশোকনগরের জনসভায় এমনটাই বললেন তৃণমূলের একসময়ের নাম্বার টু মুকুল রায়। তাঁর কটাক্ষ দিবা নিদ্রা থেকে যখন উঠবেন তখন দেখবেন, ২০টি আসনও আসেনি তৃণমূলের ঝুলিতে।

ভাইপোকে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য

ভাইপোকে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য

জনসভায় মুকুল রায়ের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য ভাইপোকে প্রতিষ্ঠিত করা।

ঈশ্বরের নামে শপথ করে জোটবদ্ধ হওয়ার ডাক

ঈশ্বরের নামে শপথ করে জোটবদ্ধ হওয়ার ডাক

ঈশ্বরের নামে শপথ করে জোটবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন মুকুল রায়। তৃণমূলের বিরোধিতায় সিপিএম, কংগ্রেস ও বাকি বামদলের কর্মীদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

English summary
Mamata's day dreams wouldn't come true said BJP leader Mukul Roy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X