For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধিকারী গড়ে শুভেন্দুর সঙ্গে ত্রিদিবের এক অনুষ্ঠানে উপস্থিতি! লাভ-ক্ষতির অঙ্কে জল্পনার পারদ তুঙ্গে

অধিকারী গড়ে শুভেন্দুর সঙ্গে ত্রিদিবের এক অনুষ্ঠানে যোগদান! লাভ-ক্ষতির অঙ্কে জল্পনার পারদ তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

বাংলার বুকে এই মুহূর্তে 'পোস্টার রাজনীতি' যেমন খবরের শিরেনাম কাড়ছে তেমনই তৃণমূলের তরফে একাধিক নেতার 'বেসুরো' হওয়ার ঘটনাও ধীরে ধীরে মমতা শিবিরকে উদ্বেগে রাখছে। এমন একটি পর্যায়ে রীতিমতো অস্বস্তিতে দল। এদিকে,শুভেন্দু অধিকারীর সঙ্গে সদ্যএকই অনুষ্ঠানে ত্রিদিব চট্টোপাধ্যায়কে দেখা যেতেই শুরু হয় জল্পনা। আর সেই জল্পনা ঘিরে উঠছে একাধিক লাভ ক্ষতির অঙ্কের তত্ত্ব।

কোথায় ত্রিদিব-শুভেন্দু একসঙ্গে!

কোথায় ত্রিদিব-শুভেন্দু একসঙ্গে!

ত্রিদিব চট্টোপাধ্যায় বাংলার রাজনীতিতে বহুদিন ধরেই মমতার ঘনিষ্ঠদের তালিকায় রয়েছেন বলে অনেকের মত। তৃণমূল সুপ্রিমো যে ত্রিদিব চট্টোপাধ্যায়ের মাধ্যমেই বইমেলাতে তাঁর নজর পোক্ত করেছেন দিনে দিনে, তা বলাই বাহুল্য। এহেন ত্রিদিব চট্টোপাধ্যায়কে এবার দেখা গেল শুভেন্দুর সঙ্গে অধিকারীগড় মেদিনীপুরের মহিষাদলের এক সভায়।

শুভেন্দু- ত্রিদিব ও জল্পনার পাহাড়

শুভেন্দু- ত্রিদিব ও জল্পনার পাহাড়

এদিকে, বাংলার রাজনীতিকে বড়সড় চমক দিয়ে যখন শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব সহ সরকারি পদ , নিরাপত্তা সমস্ত কিছু ছেড়েছেন, তখন থেকেই তাঁর মমতার সঙ্গে দূরত্ব নিয়ে জল্পনা শুরু হয়। এরপর সৌগতকে করা শুভেন্দুর মেসেজে 'একসঙ্গে কাজ করা মুশকিল ' বার্তাটি জল্পনাকে উস্কে দেয়। এরপর মমতার 'কাছের মানুষ' এর তালিকায় থাকা ত্রিদিব চট্টোপাধ্যায়কে দেখা গেল শুভেন্দপর সঙ্গে এক মঞ্চে। প্রশ্ন উঠছে, তা হলে কি ত্রিদিববাবুও এবার শুভেন্দু শিবিরের দিকে ঝুঁকছেন? বাংলার রাজনীতির খাত বুঝেই কি তিনি মেপে পদক্ষেপ ফেলছেন? যদিও সূত্রের দাবি আয়োজকদের আমন্ত্রণ রক্ষার্থেই মাত্র এই অনুষ্ঠানে যোগ দেন সস্ত্রীক ত্রিদিব চট্টোপাধ্যায়।

 লাভ-ক্ষতির অঙ্কের হিসাব

লাভ-ক্ষতির অঙ্কের হিসাব

অনুষ্ঠান যদিও অরাজনৈতিক, তবুও সেখানে এক রাজনৈতিক ব্যক্তিত্বের প্রবেশ ঘিরেই বহু রাজনৈতিক প্রশ্ন উঠতে শুরু করেছে। মহিষাদলের অনুষ্ঠান থেকে বাংলার রাজনীতিতে বহু সম্ভাবনা উৎপন্ন হতে পারে বলে জানা যাচ্ছে। শুভেন্দু শিবির সূত্রের খবর, এই অনুষ্ঠানে ত্রিবিদের উপস্থিতিতে তাঁরা খুশি। ত্রিদিব চট্টোপাধ্যায়ের হাত ধরে বাংলার বুদ্ধিজীবী মহলে যদি শুভেন্দুর বার্তা জোরালো হয়, তার রাস্তাও এই সভা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, বাংলার আগামীদিনে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শুভেন্দু একটি বড় নাম হওয়া র সম্ভাবনা তৈরি করছেন। সেক্ষেত্রে ত্রিদিব চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানের হাত ধরেই কি নিজের অবস্থান স্পষ্ট করলেন? জল্পনা থেকেই যাচ্ছে।

শুভেন্দু শিবির ও সম্ভাবনা

শুভেন্দু শিবির ও সম্ভাবনা

প্রসঙ্গত, একই অনুষ্ঠানে ত্রিদিব ও শুভেন্দুর উপস্থিতিতে যে মমতা শিবিরকে উদ্বেগে রাখবেই তা বুঝে গিয়েছে শুভেন্দু ক্যাম্প। তৃণমূলের অন্দরে নতুন করে আলোড়ন সৃষ্টির পক্ষে এটি যথেষ্ট। মুখ্যমন্ত্রীর পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া নিয়ে একটি সম্ভাবনার জন্ম হচ্ছে ,বলেও বার্তা তৈরি হতে পারে এই আনুষ্ঠান থেকে। অন্যদিকে ,বাংলার বুদ্ধিজীবী মহলকে কাছে পেতে শুভেন্দুর কাছে অন্যতম বড় নাম হিসাবে উঠে আসতেই পারেন ত্রিদিব চট্টোপাধ্যায়। ফলে লাভ ক্ষতি সম্ভাবনা নিয়ে রীতিমতো আলোড়ন ফেলেছে মহিষাদলের এই সভা।

ক্ষমতায় টিকে থাকতে খুন করাচ্ছে পিসি, ভাইপো! রাজ্যের মন্ত্রী মাফিয়া, বিস্ফোরক রাজুক্ষমতায় টিকে থাকতে খুন করাচ্ছে পিসি, ভাইপো! রাজ্যের মন্ত্রী মাফিয়া, বিস্ফোরক রাজু

English summary
Mamata's close aid Tridib Chatterjee present with Subhendu Adhikari at a function in midnapore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X