For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিঠুনের পর তৃণমূলের রাজ্যসভার প্রার্থী যোগেন চৌধুরি

Google Oneindia Bengali News

মিঠুনের পর তৃণমূলের রাজ্যসভার প্রার্থী যোগেন চৌধুরি
কলকাতা, ২০ জানুয়ারি : রাজ্যসভার প্রার্থী হিসাবে আগেই মিঠুন চক্রবর্তীর নাম জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই তালিকার দ্বিতীয় নামটাও চমকে দিয়েছে অনেককে। অভিনেতার পর চিত্রশিল্পী যোগেন চৌধুরিকে রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনীত করল তৃণমূল কংগ্রেস। অন্য দু'জন ঝাড়খণ্ড থেকে দলের রাজ্যসভার সাংসদ কেডি সিংহ এবং কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান৷

অন্য দুই প্রার্থী কেডি সিংহ ও আহমেদ হাসান

৭ ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন। শনিবারই মুখ্যমন্ত্রী ফেসবুকে জানিয়েছিলেন, এবার এরাজ্যে রাজ্যসভার পাঁচটি আসন খালি হচ্ছে। পাঁচটির মধ্যে একটি যে মিঠুন চক্রবর্তী হচ্ছেন তাও লিখেছিলেন তিনি। বাকি তিনজনের নাম রবিবার তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায় ঘোষণা করেন।

বর্তমানে যা পরিস্থিতি তাতে বিধানসভায় বিধায়কদের সংখ্যার নিরিখে তৃণমূল তিনটি আসনে এবং বামেরা একটি আসনে প্রত্যাশিতভাবে জয় পেয়ে যাবে৷ কিন্তু পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থী দেবে কী দেবে না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সেক্ষেত্রে ভোটাভুটির সম্ভবনা রয়েই যাচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৩ তারিখ প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বামেরা। ২৪ বা ২৫ তারিখে প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে কংগ্রেসেরও। তবে নিজেদের চার প্রার্থীর তালিকা নিয়ে খুশি তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, সর্বস্তর থেকে প্রার্থী করা হয়েছে। বৈচিত্র রয়েছে প্রার্থী তালিকায়।

English summary
After Mithun Chakraborty, Trinamool Congress name Jogen Chowdhury as candidate for Rajya Sabha elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X