For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা-মুকুল-মদনই 'ষড়যন্ত্রী', আদালতে তোপ কুণাল ঘোষের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কেজি
চুঁচুড়া, ৪ জুন: আদালতের অন্দরেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'ষড়যন্ত্রী' বলে বর্ণনা করলেন কুণাল ঘোষ। পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় ও পরিবহণমন্ত্রী মদন মিত্রকেও তিনি একই তালিকায় রেখেছেন। যদিও গতকাল শ্রীরামপুর মহকুমা আদালতে কুণালবাবু এ কথা বলতেই রে-রে করে উঠে তাঁর দিকে তেড়ে যান কিছু আইনজীবী। শেষে বিচারককে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।

শ্রীরামপুর থানায় রুজু হওয়া কেস নম্বর ১২৬/১৪ অনুযায়ী সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন, কুণাল ঘোষ এবং মনোজ নাগলেকে মঙ্গলবার দুপুরে হাজির করানো হয়েছিল আদালতে। পাছে কুণাল ঘোষ কিছু 'বেফাঁস' বলে দেন, সেই ভয়ে ইদানীং রাজ্য পুলিশ অতি সর্তক। শ্রীরামপুর আদালতের সামনেও তার ব্যতিক্রম হয়নি। দড়ি দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়, যাতে কুণাল ঘোষের কাছে সাংবাদিকরা পৌঁছতে না পারেন। প্রিজন ভ্যান থেকে কুণালবাবুকে নামিয়ে কার্যত বলয় তৈরি করে ফেলা হয়। নিয়ে যাওয়া হয় আদালতের ভিতরে। বিচারক মন্দাক্রান্তা শায়ের এজলাসে তাঁকে তোলা হয়। কুণাল ঘোষের আইনজীবী যতন রায় বিচারককে বলেন, তাঁর মক্কেল কিছু বলতে চান। বিচারক তাতে অনুমতি দেন।

এর পরই কুণাল ঘোষ বলেন, "একের পর এক মিথ্যে মামলায় আমাকে ফাঁসানো হচ্ছে। আমি রাজনীতিক ষড়যন্ত্রের শিকার। আমার মুখ কীভাবে বন্ধ রাখা যায়, তার চেষ্টা হচ্ছে। ষড়যন্ত্র করছেন মুকুল রায়, মদন মিত্র, এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ও।"

কুণালবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলতেই এজলাসের ভিতরে থাকা আইনজীবীরা রে-রে করে তাঁর দিকে তেড়ে যান। আইনজীবীদের হইহট্টগোলের জেরে কুণাল ঘোষ আর কিছু বলতে পারেননি। বিচারক পরিস্থিতি শান্ত করেন।

জনৈক আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন, "উনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছিলেন। ওঁর কথায় রাজনীতির গন্ধ ছিল, আইনি সারবত্তা ছিল না। তাই আমরা কয়েকজন মিলে প্রতিবাদ করেছি। এটা আদালত। রাজনীতিক দলের মঞ্চ নয় বা ওঁর চ্যানেলের স্টুডিও নয়।"

এই মামলায় কুণাল ঘোষ ও বাকি দু'জনকে ফের ১৭ জুন শ্রীরামপুরে আদালতে তোলা হবে।

English summary
Mamata, Mukul, Madan are conspiring against me, alleges Kunal Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X