For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১ অগাস্ট থেকে শুরু হচ্ছে আনলক ৩, কোন কোন ক্ষেত্রে ছাড়, তালিকা প্রকাশ নবান্নের

১ অগাস্ট থেকে শুরু হচ্ছে আলনক ৩, কোন কোন ক্ষেত্রে ছাড়, তালিকা প্রকাশ নবান্নের

Google Oneindia Bengali News

কেন্দ্রের নির্দেশ মতো ১ অগাস্ট থেকে গোটা দেশে শুরু হচ্ছে আনলক ৩। সেই হিসেবে রাজ্যেও শুরু হচ্ছে আনলক ৩। তার আগে বৃহস্পতিবার নবান্নে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল রাজ্যে আনলক-৩ এ কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

রাজ্যে আনলক ৩-র গাইডলাইন

রাজ্যে আনলক ৩-র গাইডলাইন

কোন্দ্রের নির্দেশ মেনে ১ অগাস্ট থেকে রাজ্যেও শুরু হচ্ছে আনলক ৩। কেন্দ্রের গাইডলাইন প্রকাশের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকেই আনলক-৩-র গাইডলাইন জারি করা হচ্ছে। বৃহস্পতিবার নবান্নে বিজ্ঞপ্তি জারি করে আনলক-৩ ছাড়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

কোন কোন ক্ষেত্রে ছাড়

কোন কোন ক্ষেত্রে ছাড়

রাজ্যে আনলক ৩-তে বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সংযুক্ত কাজকর্ম,ওষুধের দোকান, আইন সংক্রান্ত, দমকলের মতো জরুরি পরিষেবা, বিদ্যুৎ, জলের মতো জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। শিল্পক্ষেত্রে ইন-হাউস কর্মীদের নিয়ে কাজ করা যাবে। কৃষিকাজ, চা বাগানে ছাড়। আন্তঃরাজ্য জিনিসপত্র পরিবহণে ছাড়। ই-কমার্স, সংবাদমাধ্যমের ক্ষেত্রে ছাড়। খাবারের হোম ডেলিভারি ছাড় দেওয়া হয়েছে।

কী কী বন্ধ থাকবে

কী কী বন্ধ থাকবে

আনলক ৩-তেও বন্ধ থাকছে স্কুল, কলেজ-সহ যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র,অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বন্ধ থাকবে সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, পানশালা, অডিটোরিয়াম। রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, বিনোদনমূলক, শিক্ষামূলক জমায়েত করা যাবে না।

৩১ অগাস্ট পর্যন্ত লকডাউন

৩১ অগাস্ট পর্যন্ত লকডাউন

রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ৩১ অগাস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। উৎসবের দিন গুলি বাদ দিয়ে মাসে মোট সাতদিন গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে। ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ আগস্ট সম্পূর্ণ লকডাউন রাজ্যে। ওই দিনগুলিতে দোকান, বাজার, অফিস বন্ধ থাকবে।

৫ আগাস্ট খুলবে জিম

৫ আগাস্ট খুলবে জিম

লকডাউন এবং আনলক ৩ যৌথ ভাবে চলায় ৫ অগাস্ট থেকে যোগা সেন্টার এবং জিম খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে কন্টেইমেন্ট জোনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে। অর্থাৎ কন্টেইমেন্ট জোনে এগুলি খোলা যাবে না।

আচমকাই দিল্লির হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীআচমকাই দিল্লির হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী

English summary
Mamata Government issueed new guidline for unlock 3 amid coronavirus infectin in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X