For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭২ ঘণ্টার ডেডলাইন, অশান্ত ভাটপাড়ার শান্তি ফেরাতে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা

ফের একবার ভাটপাড়া-জগদ্দল এলাকায় অশান্তির জেরে গোটা এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছে। ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার ভাটপাড়া-জগদ্দল এলাকায় অশান্তির জেরে গোটা এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছে। ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনায় পুলিশের অবস্থান নিয়েও নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সরকারের কড়া অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন।

ভাটপাড়ার শান্তি ফেরাতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার

তিনি বলেছেন, দলের রং না দেখে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। এবং একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভাটপাড়া এলাকার জনজীবন স্বাভাবিক করতে হবে। এই মর্মে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছেন, ভাটপাড়ায় অশান্তির পিছনে বহিরাগতদের হাত রয়েছে। একইসঙ্গে সমাজবিরোধীরা এই ঘটনায় জড়িত বলে স্বরাষ্ট্র সচিব দাবি করেছেন।

প্রসঙ্গত তৃণমূল কংগ্রেস বারবার বলে এসেছে যে, জগদ্দল, ভাটপাড়া, কাকিনাড়া, নৈহাটি, হালিশহর - এই এলাকাগুলিতে বহিরাগত ও বিজেপির সঙ্গে মিলে অশান্তি ছড়াচ্ছে। উল্টোদিকে বিজেপির অভিযোগ, এলাকায় রাজনৈতিক ক্ষমতা হারানোর পর সেই ক্ষমতা পুনর্দখলে তৃণমূল কংগ্রেস এলাকায় অশান্তি ছড়াচ্ছে।

নতুন থানা উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় এদিন অশান্তি ছড়ায়। থানার বাইরে দেড় ঘন্টা ধরে বোমাবাজি চলে। পরে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। সেই গুলিতে দুই জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

এদিন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র সিং ভাটপাড়া এলাকায় গিয়ে প্রশাসনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পর জানিয়ে দিয়েছেন, পুলিশ গুলি ছুঁড়েছিল। তবে কীভাবে দুজন মারা গেল তা তদন্ত সাপেক্ষ। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে।

English summary
Mamata given 72 hours ultimatum to police to take action in Bhatpara
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X