For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্য রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা শিথিল করলেন মমতা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ২১ নভেম্বর: রাজ্যের বাইরে অবশেষে আলু পাঠানোর অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ছাড়পত্র পাওয়ার পর ওড়িশায় এক লক্ষ টন আলু পাঠানো হবে। বাংলার বাজারে আলুর দামে আপাতত স্থিতিশীলতা আসায় সরকার এই সিদ্ধান্ত নিল বলে মনে করা হচ্ছে।

জ্যোতি থেকে শুরু করে চন্দ্রমুখী, সব ধরনের আলুই এতদিন মহার্ঘ হয়ে উঠেছিল। রাজ্যের মানুষের যাতে আলু পেতে সমস্যা না হয়, তাই মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, আলুর রফতানি বন্ধ করতে। আপতত পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আলুবোঝাই ট্রাকগুলি এ রাজ্য থেকে ওড়িশার উদ্দেশে রওনা দেবে এবার। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরে ৫৫ লক্ষ বস্তা আলু মজুত রয়েছে। এগুলি ভিন রাজ্যে না পাঠালে বিপুল ক্ষতির সম্মুখীন হতেন ব্যবসায়ীরা। তাই রাজ্য সরকারের নির্দেশে তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ব্যবসায়ীদের আশ্বাস, হিমঘরগুলিতে ১০ লক্ষ টন আলু মজুত থাকায় বাংলায় আর আলুর আকাল দেখা দেবে না। মুখ্যমন্ত্রী ১৮ টাকা দরে চাষীদের আলু বীজ সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ায় ব্যবসায়ী সংগঠনগুলি আশার আলো দেখছে।

এর আগে রাজ্য সরকার আলু রফতানি নিষিদ্ধ করায় ওড়িশায় আটকে রাখা হয়েছিল অন্ধ্র ও মহারাষ্ট্র থেকে আসা কলকাতামুখী ট্রাকগুলি। এগুলি মাছ ও পেঁয়াজ নিয়ে আসছে জানতে পেরে রাস্তা আটকে দেন স্থানীয় মানুষ। তাদের দাবি ছিল, বাংলা থেকে আলু ঢুকতে না দিলে কলকাতামুখী পণ্যবাহী ট্রাকগুলিকেও ছাড়া হবে না। রাজ্য সরকার এবার আলু রফতানির অনুমতি দেওয়ায় সেই সমস্যাও আর হবে না।

English summary
Mamata eases restriction on potato export to other states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X