For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বনধের নামে গুন্ডামি করছে সিপিএম,গায়ের জোরে বনধ চলবে না বাংলায়, হুঁশিয়ারি মমতা

গায়ের জোরে বনধ করছে সিপিএম। জায়গায় জায়গায় গুণ্ডামি দাদাগিরি চলছে। গায়ের জোরে বাংলায় বনধ চলবে না। বুধবার এমনই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

গায়ের জোরে বনধ করছে সিপিএম। জায়গায় জায়গায় গুণ্ডামি দাদাগিরি চলছে। গায়ের জোরে বাংলায় বনধ চলবে না। বুধবার এমনই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল থেকেই বনধের সমর্থনে রাস্তায় নেমে অবরোধ, বাস ভাঙচুর, জোর করে দোকান বন্ধ করে ধর্মঘটীরা।

গায়ের জোরে বনধ চলবে না

গায়ের জোরে বনধ চলবে না

গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও বনধ পালন করছে বামেরা। ১০টি শ্রমিক সংগঠনের ডাকে এই বনধে প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। শহর কলকাতাতেও তার প্রভাব পড়েছে। একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসছে। বামেরা বনধের নামে গুণ্ডাগিরি করছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে জনগণের সম্পত্তিহানি করা হয়েছে তার জন্য কাউকে রেয়াত করা হবে না। আইনত পদক্ষেপ করা হবে তাঁদের বিরুদ্ধে। বাংলায় গায়ের জোরে বনধ করা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা।

 জেএনইউ-র ছাত্রদের পাশে আছি

জেএনইউ-র ছাত্রদের পাশে আছি

জেএনইউ-তে যে ছাত্র আন্দোলন চলছে তার পাশে তৃণমূল কংগ্রেস আছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি অভিযোগ করেছেন বনধের মতো হিংসাত্মক আন্দোলেনর পথে না গিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে যাওয়া উচিত সব রাজনৈতিক দলের। যেভাবে সিঙ্গুর আন্দোলন হয়েছিল সেভাবেই শান্তিপূর্ণ পথে আন্দোলনের কথা বলেছেন তৃণমূল নেত্রী। বামেদের হিংসাত্মক বনধ কোনওভাবেই সমর্থন যোগ্য নয় বলে দাবি করছেন মমতা।

দিল্লিতে বনধ করার ক্ষমতা নেই বামেদের

দিল্লিতে বনধ করার ক্ষমতা নেই বামেদের

পশ্চিমবঙ্গে বনধের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করার ক্ষমতা বামেদের নেই। সেখানে একটিও মিছিল বের করার ক্ষমতা নেই তাঁদের। সেকারণেই রাজ্যে হিংসাত্মক পথে বনধ করছে বামেরা। বিজেপির সঙ্গে লড়াইয়ের ক্ষমতা নেই বামেদের বলে কটাক্ষ করেছেন তিনি।

বনধের প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশ, পণ্ডিচেরি, ওডিশা এবং চেন্নাইয়েবনধের প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশ, পণ্ডিচেরি, ওডিশা এবং চেন্নাইয়ে

English summary
Mamata critisize bandh chaos in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X