For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা পরিকল্পনামাফিক এগোচ্ছেন! বিজেপিকে রুখে ক্ষমতায় ফেরাই চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের

২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল জোর ধাক্কা খেয়েছে। তৃণমূল শুধু কম আসনেই জেতেনি, বিজেপির উত্থান হয়েছে এই রাজ্যে। তৃণমূল কংগ্রেস এরপরই রাজ্যে কামব্যাকের লক্ষ্যে লড়াইয়ে নেমেছে।

Google Oneindia Bengali News

২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে জোর ধাক্কা খেয়েছে। তৃণমূল শুধু কম আসনেই জেতেনি, বিজেপির উত্থান হয়েছে এই রাজ্যে। তৃণমূল কংগ্রেস এরপরই রাজ্যে কামব্যাকের লক্ষ্যে লড়াইয়ে নেমেছে। নতুন পরিকল্পনায় বাজিমাত করতে চাইছে মমতা ব্রিগেড। ২০২১-এ বিজেপিকে রুখে ক্ষমতা ধরে রাখাই তাঁদের কাছে চ্যালেঞ্জ।

শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠেছে বিজেপি

শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠেছে বিজেপি

২০১৪ সালের লোকসভায় তৃণমূল ২২টি আসন জিতেছে। বিজেপি বিগত নির্বাচনে ১৮টি আসন জিতেছে। কংগ্রেস জিতেছে দুটিতে। সিপিএম এবার রাজ্য থেকে ৪২টির মধ্যে শূন্য পেয়েছে। এরপর উপনির্বাচনগুলিতে্ও বিজেপি ভালো ফল করেছে। প্রধান বিরোধী দল কংগ্রেস ও সিপিএমকে সরিয়ে শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠেছে বিজেপি।

বিজেপি বাড়ছে বাংলার বিধানসভায়

বিজেপি বাড়ছে বাংলার বিধানসভায়

২৯৫ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় বর্তমানে ১৪ জন বিধায়ক বিজেপির। ২০১৬ নির্বাচনে মাত্র তিন জন বিধায়ক ছিল বিজেপির। তারপর উপনির্বাচনে জিতেছে আরও চারজন। সাতজন বিধায়ক দলবদল করে বিজেপিতে এসেছেন। আর তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা বর্তমানে ২০৪ জন।

উপ-নির্বাচন স্থির করে দেবে রাজ্যের গতিপ্রকৃতি

উপ-নির্বাচন স্থির করে দেবে রাজ্যের গতিপ্রকৃতি

আগামী ২৫ নভেম্বর রাজ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। খড়গপুর সদর, কালিয়াগঞ্জ ও করিমপুর উপ-নির্বাচন স্থির করে দেবে রাজ্যের গতিপ্রকৃতি কোনদিকে যেতে চলেছে। তৃণমূল তার হারানো জমি পুনরায় ফিরে পাচ্ছে, নাকি বাংলা ফের পরিবর্তনপন্থী হয়ে উঠেছে।

তৃণমূল কামব্যাক করতে কৌশল বদল

তৃণমূল কামব্যাক করতে কৌশল বদল

তৃণমূল কামব্যাক করতে কৌশল বদল করেছে। দলীয় প্রধান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘দিদিকে বলো' কর্মসূচির মাধ্যমে জনসংযোগকে হাতিয়ার করেছিল। ‘দিদিকে বলো' কর্মসূচির লক্ষ্যই ছিল জনগণের কাছে পৌঁছানো। তাতে খানিক সফলও হয়েছে তৃণমূল।

‘দিদিকে বলো' প্ল্যাটফর্মে মানুষের বিরাট সাড়া

‘দিদিকে বলো' প্ল্যাটফর্মে মানুষের বিরাট সাড়া

এই ‘দিদিকে বলো'তে তৃণমূল সাফল্য পেয়েছে। ‘দিদিকে বলো' প্ল্যাটফর্মে মানুষের বিরাট সাড়া পেয়ে খুশি হয়েছেন মমতাও। প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে এই উদ্যোগে ১০ লক্ষেরও বেশি লোক প্রশংসা করেছে। মূল্যবান পরামর্শ দিয়ে সফল করেছে ‘দিদিকে বলো' কর্মসূচিকে। এরপর মমতা টুইট করে জানান তাঁর এই সাফল্যের কথা।

English summary
Mamata builds a plan to defeat BJP and regain power in Bengal. TMC gets success in ‘Didike Bolo’,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X