For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার সরকার নিয়ে আসল সেল্ফ স্ক্যান অ্যাপ, জানুন এর খুঁটিনাটি

বাংলার সরকার নিয়ে আসল সেল্ফ স্ক্যান অ্যাপ, জানুন এর খুঁটিনাটি

Google Oneindia Bengali News

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করলেন, যেটি তৈরি করেছে রাজ্যের আইটি বিভাগ (‌তথ্য প্রযুক্তি দপ্তর)‌। এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন নথি স্ক্যান করা যাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এটি দেশপ্রেমকে প্রতিফলিত করবে।

বাংলার সরকার নিয়ে আসল সেল্ফ স্ক্যান অ্যাপ, জানুন এর খুঁটিনাটি


কেন্দ্রের পক্ষ থেকে যখন চিনা পণ্য বয়কট করার লক্ষ্যে ৫৯টি চাইনিজ অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে ঠিক সেই সময়ই রাজ্য সরকারের '‌সেল্ফ স্ক্যান’‌ অ্যাপের উদ্বোধন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যাপের উদ্বোধনের পর বলেন, '‌আমি সবসময় আমার দেশের তৈরি করা অ্যাপই ব্যবহার করতে চেয়েছি। এটা দেশপ্রেমের প্রতিফলন ঘটায়। বাংলা আজকে যা ভাবে, তা কাল গোটা বিশ্ব চিন্তা করে।’‌

বিনামূল্যে ইনস্টল করা যাবে এই অ্যাপটি। কোনও বিজ্ঞাপনও থাকবে না। বিশ্বের যে কোনও প্রান্তের মানুষ ব্যবহার করতে পারবেন। নথিপত্র স্ক্যান করার জন্য কোনও আপস করতে হবে না সুরক্ষার সঙ্গে। এখানে ব্যবহারকারীর তথ্য পুরোপুরি ব্যক্তিগত থাকবে, সার্ভারে স্টোর হবে না, এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এতে স্ক্যান করা তথ্য এডিটও করা যায়। বর্তমানে বাংলার তথ্য প্রযুক্তি দপ্তরের প্রধান সচিবের দায়িত্বে রয়েছেন রাজীব কুমার। এর আগেই পুলিশ কমিশনার থাকার সময় থেকেই তাঁর সাইবার বিষয়ক দক্ষতা সর্বস্তরে সুপরিচিত ছিল। এ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা দুইই রয়েছে তাঁর। সেটা কাজে লাগানোর লক্ষ্যেই এই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। আজ 'সেল্ফ স্ক্যান’ অ্যাপটির সাফল্যের কথা বলতে গিয়ে রাজীব কুমার ও তাঁর টিমের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

English summary
On Monday, state Chief Minister Mamata Bondopadhay‌ inaugurated a new app called Self Scan App
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X