For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইসকনের রথযাত্রায় নুসরত-নিখিলকে পাশে নিয়ে কোন বার্তা মমতার! দেখুন ভিডিও

ইসকনের রথযাত্রা ঘিরে তখন তামাম ভারতবর্ষের মিডিয়ায় ক্যামেরা তাক করে রয়েছে। আর রথে জগন্নাথ দেবের প্রতি পূজা অর্চনায় তখন ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

ইসকনের রথযাত্রা ঘিরে তখন তামাম ভারতবর্ষের মিডিয়ায় ক্যামেরা তাক করে রয়েছে। আর রথে জগন্নাথ দেবের প্রতি পূজা অর্চনায় তখন ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেখা গেল নববিবাহিতা সাংসদ নুসরত ও তাঁর স্বামী নিখিলকে। পাশে সন্তানকে কোলে নিয়েছিলেন টলিউডের আরও এক তারকা সোহম। আর এঁদের সকলকে সঙ্গে নিয়েই সম্প্রীতির বার্তা দিনে মুখ্যমন্ত্রী। পাশাপাশি , অচেনা এক মেজাজে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা।

অচেনা মেজাজে মমতা

অচেনা মেজাজে মমতা

এদিনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পূজার্চনার মধ্যে নিজেকে ধরে রাখেন। তেমনই দেখা গেল, সময়ের ফাঁক পেলেই সোহমের কোলে থাকা সন্তানকে একটু আদর করে দিচ্ছেন। সোহমের সন্তানকে আদরের পাশাপাশি,নপসরত নিখিলের সঙ্গেও এক্কেবারে অন্য মেজাজে ধরা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নুসরত নিখিলকে শুভেচ্ছা

নুসরত জাহানের বিরুদ্ধে দালুর উলেমার দায়ের করা ফতোয়ার পর থেকে বিজেপি নেতারা বারবার বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান চান। নুসরত ইস্যুতে বাংলার রাজনীতিতে বারবার তৈরি হয় ধোঁয়াশা । তবে যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে এদিন নুসরত ও নিখিলকে পাশে নিয়েই তাঁদের প্রতি শুভেচ্ছা জানান।

রথ থেকেই 'জয়হিন্দ' এর বার্তা

রথ থেকেই 'জয়হিন্দ' এর বার্তা

সকল ধর্মের সম্প্রীতি রক্ষার বার্তা দিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 'ঐক্য , মানবতার জয় হোক'। ইসকনের মন্দির গঠন নিয়ে একাধিক বার্তার পর এদিন মমতা নিজের ভাষণের শেষে যেমন 'জয় জগন্নাথ ' বলেন, তেমনই বাষণ শেষ করেন জগন্নাথের রথ থেকে 'জয় হিন্দ' এর ধ্বনি তুলে।

English summary
Mamata Bnerjee and Nusrat Jahan attends ISKCON Rathayatra in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X