For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ থেকে পুজো শুরু, ইউনেস্কোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে ঘোষণা মমতার

আজ থেকে পুজো শুরু, ইউনেস্কোর প্রতিনিধিদের আমন্ত্রণ জািনয়ে ঘোষণা মমতার

Google Oneindia Bengali News

দুর্গাপুজো আজ থেকে ইউনেস্কো হেরিটেজ। রেডরোডে বঙ্গ শিল্পে ছোট্ট ঝলক দিয়ে ইউনেস্কোর প্রতিনিধিদের ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দুর্গাপুজো দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মমতা। সেই সঙ্গে আজ থেকেই পুজো শুরু বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আনুষ্ঠানিক ভাবে যদিও ১ অক্টোবর থেকে কিন্তু হেরিেটজ তকমার দৌলতে এবার এক মাস আগেই পুজো শুরুর ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।

পুজো শুরু হচ্ছে

পুজো শুরু হচ্ছে

আজ থেকেই পুজো শুরু। রেড রোডের মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনেস্কো হেরিটেজের তকমা প্রাপ্তির উৎসব উজ্জাপন করে দিয়েছে রাজ্য। বর্ষণ উপেক্ষা করেই জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত শোভাযাত্রা করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে সামিল হয়েছিলেন টলিউডের শিল্পীরা। মন্ত্রী আমলা,মুখ্যসচিব পুজো কমিটি েথকে শুরু করে ছাত্রছাত্রী, বাউল শিল্পীরা সকলেই অংশ িনয়েছিলেন পুজোর এই শোভাযাত্রায়। রাজ্যের সর্বত্র বেরিয়েছিল এই শোভাযাত্রা।

সংবর্ধনা মমতার

সংবর্ধনা মমতার

রেড রোডের মঞ্চে একের পর এক অনুষ্ঠােনর মধ্য দিয়ে ইউনেস্কোর প্রতিনিধিদের সংবর্ধনা জানার মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনিও ইউনেস্কোর প্রতিনিধিদের কলকাতায় এসে দুর্গাপুজো দেখার আমন্ত্রণ জানান। ইউনেস্কোর প্রতিনিধিদের কাঁথাস্টিচের চাদর। অষ্টধাতুর একটি দুর্গামূর্তি এবং ডোকরার একটি দুর্গা প্রতিমা উপহার দেন তিনি। তারপরেই ইউনেস্কোর দুই প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়ে তাঁদের শহরে পুজো দেখার আমনন্ত্রণ জানিয়েছেন মমতা। অনুষ্ঠানের শেষে ইউনেস্কোর দুই প্রতিনিধিকে স্ট্যান্ডিং ওভেশন জানান মুখ্যমন্ত্রী।

বর্ণাঢ্য শোভাযাত্রা

বর্ণাঢ্য শোভাযাত্রা

পুজোর বাকি ঠিক আর এক মাস। তার আগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা। বাউলগান থেকে শুরু করে ছৌনাচ, ধামসা-মাদল সহ একাধিক শিল্পী পায়ে পা মিলিয়ে হাঁটলেন শহরর রাজপথে। উপলক্ষ্য একটাই দুর্গাপুজো। শহরজুড়ে এখন চলছে দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। তার মাঝই দুর্গামূর্তি নিয়ে শহরে এই শোভাযাত্রা আরো রঙিন করে তুলেছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে দেখেছেন অসংখ্য মানুষ।

বিরোধীদের নিশানা

বিরোধীদের নিশানা

সকাল থেকেই এই শোভাযাত্রা নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। সরকারি টানা নয়ছয় করা হচ্ছ বলে অভিযোগ করছেন বামেরা। বিজেপি আবার কটাক্ষ করে বলেছে উৎসবে ভুলিয়ে রাখত চাইছেন মমতা। সেকারণে এক মাস আগে থেকেই পুজো শুরুর ঘোষণা করেছেন। চাকরি চাইতে গেলে চাকরি দিতে পারছে না। আর কোটি কোটি টাকার দুর্ণীতি করে চলেছে তারা। এগুলো কোনওভাবেই মেনে নেওয়া যায় না বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

আজই পদত্যাগ করতে পারেন হেমন্ত সোরেন, আজই রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন শাসক দলের বিধায়করাআজই পদত্যাগ করতে পারেন হেমন্ত সোরেন, আজই রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন শাসক দলের বিধায়করা

English summary
Mamata Banrjee Banrjee invite UNESCO members in Durga Puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X