For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া চিঠি মুখ্য নির্বাচন কমিশনকে, নিরপেক্ষতা দাবি

সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ ভোটের দাবিতে এবার কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন।

Google Oneindia Bengali News

সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ ভোটের দাবিতে এবার কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। জাতীয় নির্বাচন কমিশনার সুনিল অরোরাকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি ও কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো কাজ করছে একটা স্বশাসিত নিরপেক্ষ সংস্থা।

মমতার কড়া চিঠি মুখ্য নির্বাচন কমিশনকে, নিরপেক্ষতা দাবি

রবিবার সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কলম ধরা বিশেষ তাৎপর্যপূর্ণ। জাতীয় নির্বাচন কমিশনারকে দেওয়া মুখ্যমন্ত্রীর এই চিঠিকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেননা চিঠিতে নির্বাচন কমিশনের কাজকর্মের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

তিনি অভিযোগ করেন, কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষকরা এ রাজ্যে পক্ষপাতমূলক আচরণ করছে। এবং কেন্দ্রের শাসক দলের কথা শুনে কাজ করে চলেছে। শেষ দফার নির্বাচনে যাতে কমিশন যাতে কোনওভাবেই পক্ষপাতদুষ্ট না হয়ে ওঠে, তার জন্যই চিঠি দিয়ে অবহিত করালেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল কংগ্রেসের তরফে আরও দাবি বিজেপি নেতা মুকুল রায়ের গতিবিধি নিয়ন্ত্রণ করতে হবে। তার কারণ, মুকুল রায় এরাজ্যের বাসিন্দা নন। তিনি দিল্লির বাসিন্দা। তাই ভোটের দিন কোনও কেন্দ্রে যাতে তিনি প্রবেশ করতে না পারেন, তার ব্যবস্থা করক নির্বাচন কমিশন।

তৃণমূলের এই অভিযোগপত্র পাওয়ার পরই মুকুল রায়ের গতিবিধি নিয়ন্ত্রণে নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যে নয়টি কেন্দ্রে রবিবার নির্বাচন হতে চলেছে, সেখানে মুকুল রায়ের প্রবেশ করতে পারবেন না। এরপর মুকুল রায় কমিশনের কাছে অনুমতি চেয়েছেন হাওড়ায় থাকার।

English summary
Mamata Banerjee writes letter to Election Commission for unbiased. TMC alleges EC does biased activities.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X