For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন বছরের শুরুতেই মঙ্গল কামনায় পুজো মমতা'র! করলেন বড় ঘোষণাও

নতুন বছরের শুরুতেই মঙ্গল কামনায় পুজো মমতা'র! করলেন বড় ঘোষণাও

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই নতুন আরও একটা বছর! বাঙালির ১লা বৈশাখকে স্বাগত জানাবেন সাধারণ মানুষ। আর নতুন বছরের আগে কালীঘাটে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরে পৌঁছন তিনি। রাজ্যবাসীর সুস্থতা এবং কুশল কামনায় কালীঘাটে মা'য়ের কাছে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর পুজো দিয়ে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মমতা বলেন, নতুন বছরে বাংলার মানুষ যাতে ভালো এবং আনন্দে থাকুন। একই সঙ্গে এদিন কালীঘাটের স্কাইওয়াকের কাজের অবস্থা কি সে বিষয়েও খোঁজখবর নেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

কালীঘাটে দাঁড়িয়েই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী

কালীঘাটে দাঁড়িয়েই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী

বলে রাখা প্রয়োজন দক্ষিণেশ্বরের মতো কালীঘাটেও স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। সেই মতো কাজও শুরু হয়ে গিয়েছে। সেখানেও হকারদের একটা ক্ষোভ তৈরি হয়েছে। তবে বছরের শুরুতেই হকারদের জন্যে কালীঘাটে দাঁড়িয়েই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দেন, কাউকে উচ্ছেদ করা হবে না। শুধু তাই নয়, মমতা বলেন, ৩০০ কোটি টাকা খরচ করে স্কাই ওয়াক তৈরি করা হচ্ছে। আর তা দক্ষিণেশ্বরের মতো হচ্ছে।

এহেন ঘোষণায় খুশি কালীঘাটের ব্যবসায়ীরা।

এহেন ঘোষণায় খুশি কালীঘাটের ব্যবসায়ীরা।

তবে এই বিষয়ে হকারদের আশ্বাস দিয়ে মমতা স্পষ্ট জানিয়ে দেন, চিন্তার কিছু নেই। কিছুদিনের জন্য সরতে হলেও প্রত্যেকের জন্য ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। তবে কাজ শেষ হলেই সবাইকে ফের ফিরিয়ে আনা হবে বলেও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কালীঘাট মন্দিরের সামনে দাঁড়িয়ে এহেন ঘোষণায় খুশি কালীঘাটের ব্যবসায়ীরা।

রাজনীতির বাইরেও আমি মানুষ

রাজনীতির বাইরেও আমি মানুষ

বলে রাখা প্রয়োজন, প্রত্যেকবারই নতুন বছরের শুরুতেই কালীঘাটে মায়ের মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুজো দিয়ে মায়ের সামনে প্রার্থনাও করেন। গতবারও পায়ে চোট নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিয়েছিলেন। হুইল চেয়ারে বসেই পুজো দিয়েছিলেন তিনি। এবারও অন্যথা হল না। সন্ধ্যায় পৌঁছে গেলেন মন্দির প্রাঙ্গনে। পুরোহিতের সঙ্গে কথা বলেই ভিতরে ঢুকে যান। বেশ কিছুক্ষণ সেখানেই সময় কাটান মুখ্যমন্ত্রী। এরপর বাইরে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, প্রতিবারই নববর্ষের আগের দিন পুজো দিতে আসি। যতদিন বেঁচে থাকব, আসব। রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিই। মানবিকতা, মনুষ্যত্ব বেঁচে থাকুক। এই কামনা করি। শুধু তাই নয়, মমতা আরও বলেন, "রাজনীতির বাইরেও আমি মানুষ। রাজনীতির কাজ মানুষের জন্য।

আম্বেদকারকে শ্রদ্ধা-

অন্যদিকে আজ বৃহস্পতিবার বি আর আম্বেদকরের জন্মদিন। সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও পোস্ট করেন। যেখানে বি আর আম্বেদকারকে মালা পড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তিনি। একই সঙ্গে তিনি লিখেছেন, আম্বেদকারের জীবন এবং শিক্ষা আমাদের অনুপ্রাণিত করেন। তাঁর তৈরি সংবিধান গণতন্ত্রে পথ প্রদর্শক। সেই সংবিধানকে রক্ষা করতে আমরা সর্বদা প্রস্তুত।

English summary
Mamata Banerjee worships in Kalighat temple, announcement for hawkers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X