For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনীতির রঙ ভুলে বুদ্ধদেবের জন্মদিনে মমতার শুভেচ্ছাবার্তা, পৌঁছল ফুল-মিষ্টি

প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময়ের প্রেক্ষাপটে ,দোলের দিন রাজনীতির রঙের ভেদাভেদকে ম্লান করে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময়ের প্রেক্ষাপটে ,দোলের দিন রাজনীতির রঙের ভেদাভেদকে ম্লান করে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিাইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন। আর সেই উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা বার্তা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনীতির রঙ ভুলে বুদ্ধদেবের জন্মদিনে মমতার শুভেচ্ছাবার্তা, পৌঁছল ফুল-মিষ্টি

[আরও পড়ুন:ত্রিপুরায় বামেরা জিতলে খুশি হবেন মমতা, বিধানসভায় জানালেন মনের কথা ][আরও পড়ুন:ত্রিপুরায় বামেরা জিতলে খুশি হবেন মমতা, বিধানসভায় জানালেন মনের কথা ]

নিজের টুইট বার্তায় শুভেচ্ছা বার্তায় মমতা লেখেন, "পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে জন্মদিনের শুভেচ্ছা।" শুধু টুইট বার্তাতেই থেমে থাকেননি মমতা । এদিন, বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির নিরাপত্তারক্ষীর হাতে পৌঁছে যায় ফুল-মিষ্টি-কেকও। ফলে দোলের দিনে রাজনীতির যাবতীয় রঙ ভুলে এমন আন্তরিকতা সত্যিই অসামান্য। রাজনৈতিক সৌজন্য বোধের এমন নির্দশন এযাবৎকালে সত্যিই বিরল।

শুধু যে বুদ্ধবাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বা ফুল মিষ্টি পাঠিয়েছেন মমতা তাই নয়। এর আগে, বুদ্ধবাবুর বাড়ি সংস্কারেরও নির্দেশও তিনি দেন পুরসভাকে । জানা যাচ্ছে, ছ-মাস আগে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি সংস্কারের ফাইলে সই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর আর এই বিষয়ে নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি কেউ। গতকাল হঠাৎ করেই মুখ্যমন্ত্রী বিধানসভায় খোঁজ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি সংস্কারের বিষয়ে। আর মুখ্যমন্ত্রী প্রশ্ন করতেই সামনে এসে পড়ে পুরসভার গাফিলতি। এরপর পুর কমিশনার খলিল আহমেদের উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, এখনও কেন বুদ্ধদেববাবুর বাড়ির সংস্কার হয়নি? কেন কাজে এত ঢিলেমি? তিনি মেয়র পারিষদের উপরও ক্ষোভ প্রকাশ করেন এদিন। তিনি বলেন, 'এটা একেবারেই ছোট্ট একটা বিষয়। তাহলে কেন এতদিন হয়নি?' এছাড়াও কিছুদিন আগে বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর শুনে তড়িঘড়ি তাঁর বাড়ি গিয়ে দেখা করে যাবতীয় প্রশাসনিক সাহায্যের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Mamata Banerjee wishes Budhdhadeb bhattacharya on his birthday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X