For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাই শেষ কলম চালাবেন, পিকের অনুশাসন নাকি নেতার পছন্দ! ধন্দ তৃণমূলে

২০২১ নির্বাচনের লক্ষ্যে রদবদল হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরে। এবার ব্লকস্তরে রদবদলের পালা। কারা স্থান পাবে ব্লক কমিটিতে, কে বসবেন মাথায়, তা নিয়ে এখন তৃণমূল কংগ্রেসে চাপানউতোর শুরু হয়েছে।

Google Oneindia Bengali News

২০২১ নির্বাচনের লক্ষ্যে রদবদল হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরে। এবার ব্লকস্তরে রদবদলের পালা। কারা স্থান পাবে ব্লক কমিটিতে, কে বসবেন মাথায়, তা নিয়ে এখন তৃণমূল কংগ্রেসে চাপানউতোর শুরু হয়েছে। এবার আর জেলা সভাপতি তাঁর মনমতো ব্লক সভাপতি নির্বাচন করতে পারবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই।

তৃণমূলের ব্লক সভাপতি নির্বাচন

তৃণমূলের ব্লক সভাপতি নির্বাচন

তৃণমূল চাইছে না ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে দলের অন্দরে কোনও বাকবিতণ্ডা তৈরি হোক। তৃণমূল তাই ব্লক সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও চূড়ান্ত অনুমোদন একেবারে উপরমহল থেকে দিতে চাইছে। সেখানেই প্রশ্ন, তাহলে কি প্রশান্ত কিশোরের অনুশাসন মেনেই হবে তৃণমূলের ব্লক সভাপতি নির্বাচন?

তৃণমূল কংগ্রেসের তালিকায় জল্পনা

তৃণমূল কংগ্রেসের তালিকায় জল্পনা

জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে তালিকা পাঠানো হয়েছে তৃণমূল সুপ্রিমোর কাছে। আবার প্রশান্ত কিশোর তাঁর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী এক তালিকা তৈরি করে দিয়েছেন। এখন দুটি তালিকা নিয়ে যুদ্ধ তৃণমূলে। কার তালিকা অনুমোদন পাবে, তা নিয়ে যত দ্বিধাদ্বন্দ্ব। কাকে ব্লকের দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে এর ফলে।

তৃণমূলের আগাম বার্তা

তৃণমূলের আগাম বার্তা

তৃণমূলের তরফে সাফ জানানো হয়েছে, যাঁরা প্রকৃত অর্থেই দলকে ভালোবাসে, তাঁরা দলের সিদ্ধান্ত শিরোধার্য বলে মেনে নেবে। তাঁরা কখনই দলের সিদ্ধান্ত অমান্য করে দলবিরোধী কাজে লিপ্ত হবেন না। তাঁরা দলের সিদ্ধান্ত মেনে আগামীদিনের জন্য অপেক্ষা করবেন এবং দলকে নতুন পথের দিকে এগিয়ে দেবেন।

তৃণমূল ভবন থেকে নির্বাচন, সুবিধা-অসুবিধা

তৃণমূল ভবন থেকে নির্বাচন, সুবিধা-অসুবিধা

এবার তৃণমূল ভবন থেকে ব্লক সভাপতি নিরূপণ করে দেওয়া হচ্ছে। এর একটি সুবিধা আছে, তা হল দলের গোষ্ঠীদ্বন্দ্ব রোখা সম্ভব হবে। জেলা নেতৃত্ব বলতে পারবে, তা করেছে রাজ্য নেতৃত্ব, জেলার কোনও হাত ছিল না। আর অসুবিধা হল জেলা সভাপতিকে তাঁর অপছন্দের নেতা নিয়েও বা ভিন্ন গোষ্ঠীর নেতাদের নিয়েও কাজ করতে হতে পারে।

প্রশান্ত কিশোরের অঙ্ক মেনেই কি ব্লক কমিটি

প্রশান্ত কিশোরের অঙ্ক মেনেই কি ব্লক কমিটি

এখন দেখার রাজ্য থেকে নির্ধারণ করে দেওয়া ব্লক সভাপতিদের আদৌ স্থানীয় নেতৃত্ব মেনে নেয় কি না। জেলাও তা মেনে কাজ করে কি না, সেটাও দেখার। প্রশান্ত কিশোরের অঙ্ক মেনে সবাই চলবে কি না সেটাও একটা প্রশ্ন। আর তার পাশাপাশি প্রশ্ন দলের সুপ্রিমো কার তালিকাকে মান্যতা দেয়, নাকি উভয়ের মন রক্ষা করার মতো কোনও ব্যবস্থা নেয়।

English summary
Mamata Banerjee will take final decision to elect block president of TMC before 2021 election. Mamata will choose one among Prashant Kishor or TMC district organization.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X