For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজেই যাবেন কাঁচড়া হঠাতে! নতুন বাহিনী গড়ে বিজেপির সঙ্গে টক্কর দেওয়ার ঘোষণা

ব্যারাকপুর কেন্দ্রে দীনেশ ত্রিবেদীর হার কিংবা ভাটপাড়া, জগদ্দল, কাঁচড়াপাড়া, নৈহাটিতে তৃণমূল কর্মী সমর্থকদের ঘরছাড়া হওয়ার ঘটনাতিনি কিছুতেই মেনে নিতে পারছেন।

Google Oneindia Bengali News

ব্যারাকপুর কেন্দ্রে দীনেশ ত্রিবেদীর হার কিংবা ভাটপাড়া, জগদ্দল, কাঁচড়াপাড়া, নৈহাটিতে তৃণমূল কর্মী সমর্থকদের ঘরছাড়া হওয়ার ঘটনা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন। এদিন নৈহাটির প্রতিবাদ সভায় ঘোষণা থেকে তা পরিষ্কার। একদিনে হারানো জমি পুনরুদ্ধারের এলাকায় বারবার যাওয়ার কথা ঘোষণা করার পাশাপাশি বঙ্গ জননী বাহিনী তৈরি করার কথাও ঘোষণা করেন এদিনের মঞ্চ থেকে।

বুথ পর্যায়ের বৈঠক করবেন মমতা নিজেই

বুথ পর্যায়ের বৈঠক করবেন মমতা নিজেই

ব্যারাকপুরের বুথ পর্যায়ের বৈঠক হবে ১৪ জুন। সেই বৈঠকে হাজির থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এদিন নৈহাটিতে এই ঘোষণা করেছেন তিনি।

কাঁচড়া হটাতে যাবেন কাঁচড়াপাড়ায়

কাঁচড়া হটাতে যাবেন কাঁচড়াপাড়ায়

শুরু হয়েছিল কাঁচড়াপাড়ার কাঁচা ছেলে দিয়ে। তারপর এল গদ্দার। এবার কাঁচড়া। মুখ্যমন্ত্রী নিজেই এদিন বলেন কাঁচড়া মানে নোংরা। তিনি সেই নোংরা পরিষ্কার করতে ভাটপাড়া, জগদ্দল, কাঁচড়াপাড়, নৈহাটিতে যাবেন।

[আরও পড়ুন: ফের জয় শ্রী রাম স্লোগান! নৈহাটির পথে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী][আরও পড়ুন: ফের জয় শ্রী রাম স্লোগান! নৈহাটির পথে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী]

বঙ্গ জননী বাহিনী

বঙ্গ জননী বাহিনী

আর এসএস-এর পাল্টা বঙ্গ জননী বাহিনী তৈরি করার পাশাপাশি ব্লকে ব্লকে জয় হিন্দ বাহিনীকে সক্রিয় করার নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট
সময় পরে তিনি তৃণমূল জেলা সভাপতিদের কাছ থেকে রিপোর্ট নেবেন বলে জানিয়েছেন। তবে প্রথমে ভাটপাড়া, জগদ্দল, কাঁচড়াপাড়, নৈহাটিতে বঙ্গ জননী বাহিনী
তৈরি করার নির্দেশ দিয়েছেন। তাঁদের পোশাক কী হবে তাও ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এলাকায় গণ্ডগোল হলে বঙ্গজননী বাহিনী নামবে বলে জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন:নির্বাচনের নামে জরুরি অবস্থা! মেজো গদ্দারকে হুঁশিয়ারি মমতার][আরও পড়ুন:নির্বাচনের নামে জরুরি অবস্থা! মেজো গদ্দারকে হুঁশিয়ারি মমতার]

English summary
Mamata Banerjee will take care of Barrackpur and will go to Kanchrapara. She was presentthere to give moral support to the homeless TMC workers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X