For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদির দয়ায় দুর্নীতির বাংলা! দুর্নীতি রোখা নিয়ে মমতাকে চ্যালেঞ্জ অধীরের

দিদির দয়ায় দুর্নীতির বাংলা! দুর্নীতি রোখা নিয়ে মমতাকে চ্যালেঞ্জ অধীরের

Google Oneindia Bengali News

দুর্নীতি নিয়ে ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। এদিন তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, দিদি চাইলে উত্তর মেরুকে হাজরার মোড়ে আনতে পারবেন, কিন্তু দুর্নীতি রুখতে পারবেন না।

দুর্নীতি রোখা নিয়ে মমতাকে চ্যালেঞ্জ

দুর্নীতি রোখা নিয়ে মমতাকে চ্যালেঞ্জ

অধীর চৌধুরী এদিন ফেসবুক পোস্টে বলেছেন দিদি, আপনি চাইলে, উত্তর মেরুও আপনার হাজরার মোড়ে আনতে পারবেন, কিন্তু দুর্নীতি রুখতে পারবেন না।

 অধীর চৌধুরীর কটাক্ষ

অধীর চৌধুরীর কটাক্ষ

অধীর চৌধুরী কটাক্ষ করে বলেছেন, বাংলায় তৃণমূলের সমাপ্তির সঙ্গেই দুর্নীতিরও সমাপ্তি ঘটবে। ততদিন দিদির বাণী শুনুন। শস্য শ্যামলা বাংলার সঙ্গে দিদির দয়ায় দুর্নীতির বাংলা যোগ করুন, বলেছেন তিনি।

লুটেরাদের নেত্রী মমতা

লুটেরাদের নেত্রী মমতা

লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত আক্রমণ করে চলেছেন। দিন কয়েক আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে লুটেরাদের নেত্রী বলে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, দলনেত্রীর সম্মতিতেই চলছে ত্রাণ নিয়ে দুর্নীতি। তাঁর আরও অভিযোগ ছিল, রাজ্যের শাসকদলের নেতানেত্রীরা কাটমানি নিচ্ছেন। দিদির আমলে পঞ্চায়েত প্রধানরা মনে করেন ভগবানের পরেই রয়েছেন তাঁরা। তাই অবাধে লুট চলছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

রাজ্যপালের টুইটে ফের দুর্নীতির ইস্যু

রাজ্যপালের টুইটে ফের দুর্নীতির ইস্যু

রবিবার রাজ্যপালের করা টুইটে ফের দুর্নীতির ইস্যু। এর আগেও আম্ফানের ত্রাণে দুর্নীতি নিয়ে অভিযোগ করেছিলেন। রবিবার করা টুইটে তিনি অভিযোগ করেছেন, আম্ফানের ত্রাণ বিলিতে ব্যাপক দুর্নীতি হয়েছে।

দিদি, মেয়রকে নিয়ে রাজ্য চলছে! আম্ফানের ক্ষতিপূরণে বঞ্চিতদের তালিকা কেন্দ্রকে, বিস্ফোরক দিলীপদিদি, মেয়রকে নিয়ে রাজ্য চলছে! আম্ফানের ক্ষতিপূরণে বঞ্চিতদের তালিকা কেন্দ্রকে, বিস্ফোরক দিলীপ

English summary
Mamata Banerjee will not be able to stop corruption among her party, says Adhir Chowdhury
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X