For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ু কতদিন! জানালেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ু বড়জোর ৩ মাস। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রচারে গিয়ে এদিন এমনটাই দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ু বড়জোর ৩ মাস। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রচারে গিয়ে এদিন এমনটাই দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয়। তিনি দাবি করেন, ২৩ মের পর থেকে তৃণমূল বিধায়করা দল বেঁধে বিজেপিতে যোগ দিতে শুরু করবেন।

'পশ্চিমবঙ্গ থেকে ৩০ টির বেশি আসন'

'পশ্চিমবঙ্গ থেকে ৩০ টির বেশি আসন'

এতদিন বিজেপি নেতারা দাবি করছিলেন পশ্চিমবঙ্গ থেকে তারা ২৩ টির বেশি আসন পাবেন। তিন দফার নির্বাচনের পর তাঁদের দাবি, দশটা আসন তাঁরা পাবেন। আর এদিন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ের দাবি, পশ্চিমবঙ্গ থেকে তারা ৩০ টির বেশি আসন পাবেন।

শান্তনুর হয়ে সাফাই

শান্তনুর হয়ে সাফাই

এদিন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের হয়ে সাফাই দেন কৈলাস বিজয়বর্গীয়। সোমবার বনগাঁয় সভা করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
কিন্তু সেই সভায় অনুপস্থিত ছিলেন শান্তনু। ঘটনা নিয়ে নানা জল্পনা চলতে থাকে। এদিন কৈলাস বিজয়বর্গীয় বলেন, সেদিন শান্তনু অসুস্থ ছিল। প্রসঙ্গত শান্তনু ঠাকুরও
একই দাবি করেছিলেন।

[আরও পড়ুন: ৮ বছরে যা উন্নয়ন হয়েছে, ৮০ বছরে হয়নি! পুনর্মুষিক ভব, মোদীর উদ্দেশে আর যা বললেন মমতা][আরও পড়ুন: ৮ বছরে যা উন্নয়ন হয়েছে, ৮০ বছরে হয়নি! পুনর্মুষিক ভব, মোদীর উদ্দেশে আর যা বললেন মমতা]

'মমতার মিষ্টি-কুর্তা রাজনৈতিক সৌজন্য'

'মমতার মিষ্টি-কুর্তা রাজনৈতিক সৌজন্য'

মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে মিষ্টি ও কুর্তা পাঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অক্ষয়কুমারের সঙ্গে সাক্ষাৎকারে এই তথ্য জানানোর পর রাজনৈতিক মহলে শোরগোল
পড়ে যায়। বিরোধী কংগ্রেস ও বামেরা তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগ করেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও প্রধানমন্ত্রীকে মিষ্টি ও কুর্তা পাঠানোকে
রাজনৈতিক সৌজন্য বলে দাবি করেছিলেন। এই ঘটনাকে কৈলাস বিজয়বর্গীয়ও রাজনৈতিক সৌজন্য বলে বর্ণনা করেন। তাঁর মতে বিরোধীদের সঙ্গে রাজনৈতিক
লড়াই থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত বিরোধী থাকা উচিত নয়। এই শিক্ষা তারা অটলবিহারী বাজপেয়ীর কাছ থেকে পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

[আরও পড়ুন: 'তিন দফার পর এখনও রাজ্যে খাতা খুলতে পারেনি তৃণমূল', নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান দিলীপের ][আরও পড়ুন: 'তিন দফার পর এখনও রাজ্যে খাতা খুলতে পারেনি তৃণমূল', নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান দিলীপের ]

English summary
Mamata Banerjee will do as CM of West bengal maximum 3 months, claims Kailash Vijayvargiya. After23rd May MLAs from TMC will join BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X