For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেসে কারা টিকিট পাবেন পুরভোটে! মার্চের শুরুতেই নিশ্চিত করে দেবেন মমতা

তৃণমূলের কাদের টিকিট পাবেন পুরভোটে! মার্চের শুরুতেই নিশ্চিত করে দেবেন মমতা

  • |
Google Oneindia Bengali News

সবকিছু ঠিকঠাক চললে বাংলায় পুরভোট আসন্ন এপ্রিলেই অনুষ্ঠিত হবে। তৃণমূল কংগ্রেস সরকারে পক্ষ থেকে নির্বাচন কমিশনে এমন প্রস্তাব দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছে। এবার শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী চূড়ান্ত করার পরিকল্পনা শুরু করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২ মার্চ বৈঠকে বসছেন। ওইদিনই চূড়ান্ত হয়ে যাবে, কারা থাকবেন তালিকায়।

প্রার্থী তালিকা নিরূপণে মাপকাঠি কী

প্রার্থী তালিকা নিরূপণে মাপকাঠি কী

পুরভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যান, দলীয় কাউন্সিলরদের নিয়ে। সেই বৈঠকে তিনি জানিয়ে দেবেন, প্রার্থী তালিকা নিরূপণে মাপকাঠি হবে কী কী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সমস্ত কাউন্সিলরদেরও।

কারা টিকিট পাবেন, কারা পাবেন না

কারা টিকিট পাবেন, কারা পাবেন না

এই বৈঠকে কার্যত ঠিক হয়ে যাবে কারা টিকিট পাবেন, কারা পাবেন না। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে দু-দফায় বৈঠক করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

পিকের রিপোর্ট দলের প্রার্থী নিরূপণে গুরুত্ব

পিকের রিপোর্ট দলের প্রার্থী নিরূপণে গুরুত্ব

এবার যে প্রশান্ত কিশোরের গোপন রিপোর্ট দলের প্রার্থী নিরূপণে গুরুত্ব পেতে চলেছে, তা স্পষ্ট। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তৃণমূলের প্রার্থী কেমন হওয়া দরকার তা বর্ণনা করে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, দলীয় নেতা-নেত্রীদের চাপে রাখতে চাইছেন মমতা।

দলে একটাই সুর বেঁধে দিতে চান মমতা

দলে একটাই সুর বেঁধে দিতে চান মমতা

মমতা চান, শুরুতেই ভুল বোঝাবুঝি দূর করে দলে একটাই সুর বেঁধে দিতে। তাই তিনি প্রার্থীর যোগ্যতার পাশাপাশি প্রচার পরিকল্পনাও স্পষ্ট করে দেবেন নেতা-নেত্রীদের কাছে। তিনি স্পষ্ট করে দেবেন, মানুষের কাছে তাঁরা কী নিয়ে ভোট চাইতে যাবেন। কীসের বিনিময়ে মানুষের কাছে বোট প্রার্থনা করবেন।

পিকের রিপোর্ট কার্ড নিয়ে পর্যালোচনা

পিকের রিপোর্ট কার্ড নিয়ে পর্যালোচনা

ইতিমধ্যে জনপ্রতিনিধিদের নিয়ে প্রশান্ত কিশোরের তৈরি করা মূল্যায়ন রিপোর্ট জমা পড়েছে মমতার হাতে। তিনি তা পর্যালোচনা করবেন দলীয় সভায়। এই রিপোর্ট নিয়ে তাঁর অভিমত ব্যক্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য বিগত ছ-মাস ধরে প্রশান্ত কিশোরের টিম তৃণমূলের কাউন্সিলরদের পারফরম্যান্স মূল্যায়ন করেছেন। তাঁদের ভাবমূর্তিও যাচাই করেছেন পিকে।

English summary
Mamata Banerjee will clear who will get ticket as candidate in municipal election. Mamata will do meeting on 2 March at Netaji Indoor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X