For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারিকর্মীদের জন্য বড় ‘উপহার’ অপেক্ষায়! পুজোর আগেই ঘোষণা মমতার

পুজোর আর বেশি বাকি নেই। মেরে কেটে একমাস বা তার একটু বেশি। এরই মধ্যে ১৩ সেপ্টেম্বর সরকারি কর্মীদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

পুজোর আর বেশি বাকি নেই। মেরে কেটে একমাস বা তার একটু বেশি। এরই মধ্যে ১৩ সেপ্টেম্বর সরকারি কর্মীদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনে বিরাট কোনও ঘোষণা হতে পারে, এমন আভাস মিলেছে সরকারি তরফে। মুখ্যমন্ত্রী পুজোর আগে বড় 'উপহার' তুলে দিতে পারেন সরকারি কর্মচারীদের হাতে।

মুখ্যমন্ত্রী স্বয়ং বৈঠক ডেকেছেন

মুখ্যমন্ত্রী স্বয়ং বৈঠক ডেকেছেন

মুখ্যমন্ত্রী স্বয়ং বৈঠক ডেকেছেন সরকারি কর্মীদের নিয়ে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হওয়ার কথা সেই বৈঠক। স্থান সংকুলান না হলে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে হবে বহু আকাঙ্খিত সেই বৈঠক। শনিবার রাজ্যের পরিবহণ মন্ত্রী নিজে জানান এই বৈঠকের কথা। কসবায় কর্মচারীদের এক বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

আশায় বুক বাঁধছেন সরকারিকর্মীরা

আশায় বুক বাঁধছেন সরকারিকর্মীরা

সরকারি মহলে আশা, সরকারি কর্মীদের সভায় এসে মু্খ্যমন্ত্রী বর্ধিত হারে ডিএ প্রদানের কথা ঘোষণা করতে পারেন। একইসঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়ার কথাও ঘোষণা করতে পারেন তিনি। পুজোর আগে তাই আশায় বুক বাঁধছেন সরকারিকর্মীরা।

সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটবে?

সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটবে?

সম্প্রতি স্যাট ডিএ মামলার রায়ে জানিয়েছে, বেতন কমিশনের সুপারিক কার্যকর করার আগে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হবে। এই ডিএ ও বেতন কমিশনের সুপারিশ কার্যকর না করার জন্য লোকসভার ভোটে বিস্তর প্রভাব পড়ে। পোস্টাল ব্যালটে তো বটেই, ইভিএমেও এর প্রভাব পড়েছে।

সরকারি কর্মীদের মান ভোলানোর চেষ্টায়

সরকারি কর্মীদের মান ভোলানোর চেষ্টায়

১৩ সেপ্টেম্বর বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের রাগ ও অভিমান ভোলানোর চেষ্টা করবেনই। নবান্ন এরই মধ্যে কয়েকটি ব্যাপারে সিদ্ধান্তে নিয়েছে, সেগুলি কীভাবে কার্যকর করা হয়, তাই এখন দেখার। অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকও সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী। শীঘ্রই রিপোর্ট জমা দেওয়া হতে পারে।

<strong>[আরও পড়ুন: কারাগারে লালুপ্রসাদের শারীরিক অবস্থা আশাব্যাঞ্জক নয়, চিকিৎসকদের উদ্বেগ প্রকাশ ]</strong>[আরও পড়ুন: কারাগারে লালুপ্রসাদের শারীরিক অবস্থা আশাব্যাঞ্জক নয়, চিকিৎসকদের উদ্বেগ প্রকাশ ]

[আরও পড়ুন: হায়রে এনআরসি! ভারতীয় সেনাবাহিনীর তিন ফৌজি ভাইয়েরও নাম নেই চূড়ান্ত তালিকায়][আরও পড়ুন: হায়রে এনআরসি! ভারতীয় সেনাবাহিনীর তিন ফৌজি ভাইয়েরও নাম নেই চূড়ান্ত তালিকায়]

English summary
Mamata Banerjee will announce ‘gift’ for Durga puja for government employees. Mamata Banerjee conducts a meeting with employees on 13 September.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X