For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সুপ্রিমকোর্টের রায় আমাদের নৈতিক জয়' , দাবি করেই আর কী বললেন মমতা

রাজীব কুমার মামলায় সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনা বিজেপির উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে দাবি মমতার। তিনি এদিন রাজীব কুমার প্রসঙ্গে বলেন, প্রশংসা করেন।

  • |
Google Oneindia Bengali News

রাজীব কুমার মামলায় সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনা বিজেপির উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে দাবি মমতার। তিনি এদিন রাজীব কুমার প্রসঙ্গে মমতা ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তোপ দাগেন কেন্দ্রের বিজেপি মন্ত্রী বাবুল সুপ্রিয়োর বিরুদ্ধেও। এদিন স্বাভাবতই প্রশ্ন ওঠে যে কতদিন ধরে চলবে মমতার এই ধরনা। যার জবাবে মুখ্যমন্ত্রী জানান , আজ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আসবেন , তারপর অন্যান্য নেতানেত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টি ঠিক করা হবে।

সুপ্রিমকোর্টের রায় আমাদের নৈতিক জয় , স্বস্তি ফিরল মমতা শিবিরে

এদিন গোটা সিবিআইয়ের মামলা প্রসঙ্গে মুখ খুলে তিনি বিজেপিকে নিশানায় রেখে তোপ দাগেন মমতা।পাশাপাশি সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের সমর্থনেও এদিন মুখ খোলেন মমতা। তাঁর দাবি, সুপ্রিমকোর্টের এই রায় রাজ্যপুলিশের মনোবল বাড়িয়ে দেবে। আর সেই প্রেক্ষিতে সুপ্রিকোর্টকে তিনি ধন্যবাদ জানান। পাশাপাশি তাঁকে প্রশ্ন করা হয়, মোদী বিরোধিতা প্রসঙ্গেও। প্রশ্ন ওঠে মোদী যদি প্রধানমন্ত্রী না হন, তাহলে কে হবেন দেশের প্রধানমন্ত্রী। উত্তরে মমতা জানান, 'দেশের সমস্ত মানুষই প্রধানমন্ত্রী হবেন'।

[আরও পড়ুন:আদালত অবমাননায় অভিযুক্ত! নোটিস মুখ্যসচিব, ডিজি, নগরপালকে][আরও পড়ুন:আদালত অবমাননায় অভিযুক্ত! নোটিস মুখ্যসচিব, ডিজি, নগরপালকে]

তিনি জানান, সংবিধানের নিরাপত্তা সকলের অধিকার। আর সেই মর্মেই মমতা এই ধরনা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও এদিন তিনি চিটফান্ড কাণ্ডে সিবিআইয়ের তদন্তের চরম সমালোচনা করেন। তিনি বলেন, সিবিআই যেভাবে এক এক জনকে ধরে ভুবনেশ্বর থেকে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছে তা নিয়েও তোপ দাগেন মমতা।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যেবেলায় কলকাতার রাজপথে সিবিআই অফিসারদের সঙ্গে রাজ্যপুলিশের ধস্তাধস্তি ও , অফিসারদের থানায় নিয়ে যাওয়ার ঘটনায় সুপ্রিমকোর্টে মামলা দায়ের করে সিবিআই। সেই মামলার প্রেক্ষিতেই এদিন রায় দেয় সুপ্রিমকোর্ট। যে রায়ে জানানো হয়েছে, কলকাতা পুলিস কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। তবে রাজীব কুমারকেও সিবিআই তদন্তে সহযোগিতা করতে হবে। এই জিজ্ঞাসাবাদ পর্ব কোনও নিরুপেক্ষ জায়গায় হবে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: রাজীব কুমারকে গ্রেফতার নয়, তবে দিতে হবে হাজিরা, নির্দেশ সুপ্রিম কোর্টের][আরও পড়ুন: রাজীব কুমারকে গ্রেফতার নয়, তবে দিতে হবে হাজিরা, নির্দেশ সুপ্রিম কোর্টের]

English summary
Mamata Banerjee welcomes Supreme court verdict on Rajeev kumar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X