For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন তালাক বিল নিয়ে মুখ খুললেন মমতা, মহিলা নিরাপত্তা প্রশ্নে বিজেপিকে চরম হুঁশিয়ারি

এতদিন তিন তালাক বিল নিয়ে মুখ না খুললেও, বুধবার বীরভূমের সভা থেকে মমতা স্পষ্ট করলেন, তিন তালাক বিরোধী বিলে মহিলারা আরও সমস্যায় পড়বেন।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যসভা যখন তিন তালাক বিল নিয়ে উত্তাল, তখন বাংলার মুখ্যমন্ত্রী প্রথম মুখ খুললেন এই বিল নিয়ে। সম্পূর্ণ রাজনৈতিক কারণে বিজেপি একটি ত্রুটিপূর্ণ বিল আনতে চাইছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন তিন তালাক বিল নিয়ে মুখ না খুললেও, বুধবার বীরভূমের সভা থেকে মমতা স্পষ্ট করলেন, তিন তালাক বিরোধী বিলে মহিলারা আরও সমস্যায় পড়বেন। কারণ একটা ভুল বিল আনতে চলেছে বিজেপি।

তিন তালাক বিল নিয়ে মুখ খুললেন মমতা, মহিলা নিরাপত্তা প্রশ্নে বিজেপিকে চরম হুঁশিয়ারি

বীরভূমের আমোদপুরে সরকারি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, 'বিজেপি সব কিছু নিয়ে রাজনীতি করতে চাইছে। তৃণমূল কখনও ধর্মীয় অনুশাসনে হস্তক্ষেপ করে না। কিন্তু বিজেপি রাজনীতির খেলা খেলে বিপাকে ফেলতে চাইছে মহিলাদের। বিভেদ তৈরি করা ওদের কাজ। ওরা তাই করে চলেছে। কেউ ওঁদের ফাঁদে পা দেবেন না বলে মুসলিম মহিলাদের সাবধান করেন মুখ্যমন্ত্রী।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'বিজেপি ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে। তিন তালাক বিল নিয়ে যা করছে, তা সমীচিন নয়। মুসলিম সমাজের ধর্মীয় অনুশাসন নিয়ে যেমন ছিনিমিনি খেলছে, তেমনই হিন্দু ধর্মেও কে কার পুজো করবে, তা ঠিক করে দিচ্ছে বিজেপি।' এ প্রসঙ্গেই তিনি বিজেপিকে সাবধান করে দেন। মুখ্যমন্ত্রী বলেন, 'আগুন নিয়ে খেলবেন না।'

[আরও পড়ুন:হাল ছাড়েননি মদন, 'ফেসবুক লাইভ'-এ কণ্ঠ ছেড়ে অস্তিত্ব প্রকাশ তৃণমূলের 'জননেতা'র ][আরও পড়ুন:হাল ছাড়েননি মদন, 'ফেসবুক লাইভ'-এ কণ্ঠ ছেড়ে অস্তিত্ব প্রকাশ তৃণমূলের 'জননেতা'র ]

মুখ্যমন্ত্রীর কথায়, 'তিন তালাক বিরোধী বিলে মহিলারা আরও বিপাকে পড়তে পারেন। বিজেপি কখনও মহিলাদের নিরাপত্তা দিতে পারে না। মহিলাদের নিরাপত্তা একমাত্র দিতে পারে তৃণমূল কংগ্রেস। সিপিএম ধর্মই মানত না। আর এরা নতুন করে ঘা করতে চাইছে। এটাই হল বিজেপির নীতি। এই অন্যায় কোনওভাবেই বরদাস্ত করা হবে না।'

এদিন বীরভূম থেকে রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সরকারি প্রকল্পে আওতায় আনা হয়েছে ৯০ শতাংশ রাজ্যবাসীকে। কৃষির উন্নয়ন থেকে শিল্প স্থাপনে রাজ্য সরকার কী কী উদ্যোগ নিয়্ছে, তাও জানান মুখ্যমন্ত্রী। জমির খাজনা মকুব থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়ন, হাসপাতাল, শিক্ষা- সমস্ত ক্ষেত্রেই রাজ্য উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। বিজেপি সরকার রাজ্য থেকে বাম সরকারের দেনা বাবদ টাকা কেটে নিয়ে চলে যাওয়া সত্ত্বেও আমরা উন্নয়নমূলক কাজ জারি রেখেছি।

[আরও পড়ুন:'জঙ্গলমহলের মা'-এর ডাক এল না, 'মা-মেয়ে'র বিচ্ছেদে 'মুক্ত' ভারতীকে নিয়ে জল্পনা ][আরও পড়ুন:'জঙ্গলমহলের মা'-এর ডাক এল না, 'মা-মেয়ে'র বিচ্ছেদে 'মুক্ত' ভারতীকে নিয়ে জল্পনা ]

English summary
Mamata Banerjee warns to BJP on triple talaq bill and bewares women in question of security,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X