For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আয়কর, ভিজিল্যান্স ধরিয়ে দেব, সরকারি আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে, বিস্ফোরক অভিযোগ মমতার

আয়কর, ভিজিল্যান্স ধরিয়ে দেব, সরকারি আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে, বিস্ফোরক অভিযোগ মমতার

Google Oneindia Bengali News

করোনা মহামারীর মধ্যেই মহামারী আইন লঙ্ঘন করে মিছিল করছে রাজনৈতিক দলগুলি। করোনা সংক্রমণ ছড়ানোর ষড়যন্ত্র চলছে। অমিত শাহের রাজ্য সফরকে কেন্দ্রকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছে রাজ্যে সরকারী আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে । আয়কর ভিজিল্যান্স ধরিয়ে দেব বলে ভয় দেখানো হচ্ছে। সরকারকে ডিঙিয়ে এসব করা হচ্ছে। কোনও ভাবেই এই ধরনের হুমকি বরদাস্ত করা হবে না বসে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মহামারী আইন লঙ্ঘন

মহামারী আইন লঙ্ঘন

মহামারী আইন লঙ্ঘন করছে রাজনৈতিক দলগুলি। করোনা সংক্রমণ বাড়াতেই চলছে মিছিল। নবান্ন বৈঠক থেকে বিজেপির একের পর এক রাজনৈতিক কর্মসূচি নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক দলগুলি করোনা সংক্রমণ বাড়ানোর ষড়যন্ত্র করছে। প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবার বাঁকুড়ায় অমিত শাহের কর্মসূচিতে জনসমাগম হয়েছিল। ভিড় করে সেখানে হাজির হয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা।

রাজ্যকে ডিঙিয়ে কাজ

রাজ্যকে ডিঙিয়ে কাজ

মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেছেন রাজ্য সরকারকে ডিঙিকে কাজ করার চেষ্টা করছে কেন্দ্র। লক্ষ্মণ রেখা অতিক্রম করা উচিত নয়। তিনি অভিযোগ করেছেন রাজ্যের সরকারি আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে। তাঁদের দূরে বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে । এমনকী আয়কর ও ভিজিল্যান্স ধরিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে তাঁদের। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল বাগডোগরা বিমান বন্দরে হঠাৎ করেই হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জেলা শাসক এবং পুলিস সুপারের সঙ্গে কথা বলেছিলেন তিনি।

অমিত শাহকে আক্রমণ

অমিত শাহকে আক্রমণ

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেছেন, বহিরাগতদের বাংলার মানুষ কখনওই মেনে নেবে না। অতিমারী আইন ভেঙে মিটিং মিছিল করে রাজনৈতিক দলগুলি রাজ্যের বদনাম করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেছেন তিনি। করোনা মোকাবিলায় রাজ্য ভাল কাজ করলেও তার নিন্দা করা হয়েছে। করোনা মোকাবিলায় কেন্দ্রের থেকে কোনও রকম সাহায্য দেওয়া হয়নি বলেও এদিন অভিযোগ করেছেন মমতা।

মমতাকে আক্রমণ অমিত শাহের

মমতাকে আক্রমণ অমিত শাহের

এদিন রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। বিজেপির সেনাপতি বলেছেন, মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। একুশের বিধানসভা ভোটে বঙ্গ বিজেপিকে ২০০ আসনের টার্গেট বেধে দিয়েছেন তিনি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যদিও বাংলার মুখ্যমন্ত্রী মুখ নিয়ে খোলসা করে কিছু বলতে চাননি অমিত শাহ।

'কথা রাখেনি বিজেপি, যোগ্য জবাব দেব', অমিত শাহের বাংলা সফরের মাঝেই হুঙ্কার বিমল গুরুংয়ের'কথা রাখেনি বিজেপি, যোগ্য জবাব দেব', অমিত শাহের বাংলা সফরের মাঝেই হুঙ্কার বিমল গুরুংয়ের

English summary
Mamata Banerjee warn political partys rally in Coronavirus situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X