For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইভিএমে ভোট নয় ব্যালট চাই, লোকসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে সরব মমতা

ইভিএম আর নয়, ভোট চাই ব্যালটে। লোকসভা ভোটে বিজেপির বাড়বাড়ন্তের পর ফের জোরদার আওয়াজ তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

ইভিএম আর নয়, ভোট চাই ব্যালটে। লোকসভা ভোটে বিজেপির বাড়বাড়ন্তের পর ফের জোরদার আওয়াজ তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অভিযোগ, ইভিএমে কারচুপি করে জিতেছে বিজেপি। এই জয় মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের নয়। এই জয় আসলে ইভিএম প্রোগ্রামিংয়ের মাধ্যমে সবাইকে বোকা বুঝিয়ে।

কৃত্রিম মেকানিজমেই জয়

কৃত্রিম মেকানিজমেই জয়

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লোকসভায় যে জয় পেয়েছে বিজেপি, তা কৃত্রিম মেকানিজমের মাধ্যমেই সম্ভব হয়েছে। এখন এই সাফল্যে ধরে রাখতে পারবে কি না ভয় পাচ্ছে। তাই তড়িঘড়ি আমাদের দলীয় কার্যালয়গুলি দখল করা এলাকা দখল করে নিতে চাইছে। বাংলার এই সংস্কৃতির দ্রুত পরিবর্তন করতে হবে।

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন, কয়েক লক্ষ ইভিএমের খোঁজ মিলছে না। সেই জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হোক। আমরা বহুদিন ধরেই ইভিএমে কারচুপির অভিযোগ করে আসছি। কিন্তু নির্বাচন কমিশন তা কর্ণপাত করেনি। এবার সময় এসেছে ইভিএম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার।

বাড়াবাড়ির কিছু নেই

বাড়াবাড়ির কিছু নেই

মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন ১৮টা আসনেই সিপিএমের দয়ায় জিতেছে বিজেপি। তার জন্য ওত বাড়াবাড়ির কী আছে! এই ভোটে বিজেপির জয় যে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন মেলেনি, তা নিয়ে কোনও দ্বিমত নেই। মমতা মনে করেন, এই ভোট লড়তে হয়েছে অর্থ ও পেশিশক্তির বিরুদ্ধে। তাই লড়াই কঠিন হয়েছে।

[আরও পড়ুন: সিপিএমের দয়ায় জিতেছে বিজেপি! একুশের আগে বাড়ি বাড়ি জনসংযোগ যাত্রা তৃণমূলের ][আরও পড়ুন: সিপিএমের দয়ায় জিতেছে বিজেপি! একুশের আগে বাড়ি বাড়ি জনসংযোগ যাত্রা তৃণমূলের ]

জনসংযোগ যাত্রা

জনসংযোগ যাত্রা

মমতা বলেন, নির্বাচনে তক্রান্ত করে আমাদের হারানো হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। বিজেপির মোকাবিলায় তাই জনসংযোগ যাত্রা করার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে জয়ী সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠকের পর মমতা জানান, ২১ জুলাই পর্যন্ত তৃণমূল কংগ্রেস জনসংযোগ যাত্রা করবে।

[আরও পড়ুন:দখলের পর পুনর্দখল! গেরুয়া রঙের ওপর মুখ্যমন্ত্রীর আঁকলেন দলীয় প্রতীক, ছবি হল ভাইরাল ][আরও পড়ুন:দখলের পর পুনর্দখল! গেরুয়া রঙের ওপর মুখ্যমন্ত্রীর আঁকলেন দলীয় প্রতীক, ছবি হল ভাইরাল ]

English summary
Mamata Banerjee wants vote on ballot, not in EVM. She takes agenda of public relation up to 21st July.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X