For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে হারাতে কংগ্রেস-সিপিএমের 'দুয়ার'-এ মমতা! করজোড়ে চাইলেন ভোট

বাংলায় ৪২-এ ৪২-ই লক্ষ্য। লক্ষ্য বিজেপিকে হারানো। দিল্লির কুর্সি থেকে মোদীকে হটানো। আর তা করতে বাংলায় কংগ্রেস-সিপিএমসহ বিরোধী সমস্ত দলের ভোট চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

বাংলায় ৪২-এ ৪২-ই লক্ষ্য। লক্ষ্য বিজেপিকে হারানো। দিল্লির কুর্সি থেকে মোদীকে হটানো। আর তা করতে বাংলায় কংগ্রেস-সিপিএমসহ বিরোধী সমস্ত দলের ভোট চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, বাংলায় কংগ্রেস-সিপিএমের কিছু নেই। মোদী ও বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল।

বিজেপিকে হারানোর দাওয়াই দিলেন মমতা! কংগ্রেস-সিপিএমের কাছে করজোড়ে আবেদন

এইভাবেই বিজেপির একমাত্র বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেসকে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চোপড়ার নির্বাচনী জনসভা থেকে মমতা বললেন, দার্জিলিংয়েও আমরা জিতব। বিজেপি এখানে হারবেই। চোপড়ার মানুষই আমাদের জেতাবেন। সাধারণ ভোটারদের কাছে করজোড়ে প্রার্থনা করলেন সকলের ভোট তৃণমূলকে দিতে। কংগ্রেস-সিপিএম নয়, বিজেপি বিরোধী সমস্ত ভোট চাই মমতার।

[আরও পড়ুন:'মমতা বন্দ্যোপাধ্যায় অবাক করে দিয়েছিলেন আমাকে', তৃণমূলের অন্দরের কোন কথা ফাঁস করলেন মুনমুন][আরও পড়ুন:'মমতা বন্দ্যোপাধ্যায় অবাক করে দিয়েছিলেন আমাকে', তৃণমূলের অন্দরের কোন কথা ফাঁস করলেন মুনমুন]

এ প্রসঙ্গেই অধীর চৌধুরীর বহরমপুর ও জঙ্গিপুরে অভিজিৎ মুখোপাধ্যায়দের কথাও তুলে ধরলেন। তিনি বলেন, বহরমপুর ও জঙ্গিপুরে কংগ্রেসের পিছনে আরএসএসের মদত রয়েছে। আরএসএস-বিজেপির সমর্থন নিয়েই জেতার স্বপ্ন দেখছেন। কিন্তু বাংলার মানুষ সমস্তরকম চক্রান্ত ভেস্তে দেবেন। বাংলা থেকে তৃণমূলকে তুলে ধরবেন।

[আরও পড়ুন:দাঁতনে রোড শো দিলীপের! একযোগে পুলিশ ও তৃণমূলকে হুঁশিয়ারি][আরও পড়ুন:দাঁতনে রোড শো দিলীপের! একযোগে পুলিশ ও তৃণমূলকে হুঁশিয়ারি]

এই বাংলায় দিল্লিতে মোদী সরকারকে উল্টে দেবে। দিল্লিতে সরকার গড়বে বাংলাই। এবার মোদী সরকারের পতন অবশ্যম্ভাবী। গোটা দেশেই হারবে বিজেপি। বাংলায় শূন্য পাবে। আরও অনেক রাজ্যে শূন্য পাবে। এমনকী নিজের রাজ্যেও এবার ধাক্কা খাবেন মোদীবাবু। দিল্লিতে সরকার গড়বে ইউনাইটেড ফ্রন্ট।

English summary
Mamata Banerjee wants vote of Congress and CPM to defeat BJP in Lok Sabha election 2019. Mamata gives message to defeat BJP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X