For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিঘা শুধুই পর্যটন কেন্দ্র থাকবে না, গোয়ার মতোই বাণিজ্যকেন্দ্র গড়ার প্ল্যান মমতার

দিঘা কেবল পর্যটন কেন্দ্র থাকবে না, দিঘা হবে গোটা বিশ্বের গন্তব্য। একেবারে গোয়ার মতো। ক্ষমতায় আসার পর মমতা বলেছিলেন দিঘাকে তিনি গোয়া বানাতে চান।

  • |
Google Oneindia Bengali News

দিঘা কেবল পর্যটন কেন্দ্র থাকবে না, দিঘা হবে গোটা বিশ্বের গন্তব্য। একেবারে গোয়ার মতো। ক্ষমতায় আসার পর মমতা বলেছিলেন দিঘাকে তিনি গোয়া বানাতে চান। তা নিয়ে কম কটাক্ষ হয়নি। এবার তা-ই বাস্তবে করে দেখাতে চাইছেন মমতা। সে জন্যই নিলেন একাধিক পদক্ষেপ।

দিঘা শুধুই পর্যটন কেন্দ্র থাকবে না, গোয়ার মতোই বাণিজ্যকেন্দ্র গড়ার প্ল্যান মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর স্বপ্ন দিঘাকে গোয়ার মতো করে গড়ে তোলা। গোয়ার মতো তিনিও দিঘায় বাণিজ্যিক সম্মেলন করতে চান। তাই 'ডেসটিনেশন দিঘা' প্রকল্পে তৈরি করা হল কনভেনশন সেন্টার 'দিঘাশ্রী'। এদিন তা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

এরপর তিনি বলেন, পর্যটন কেন্দ্র হিসেবে দিঘার আরও উন্নয়নের পরিকল্পনা রয়েছে আমাদের। দিঘাকে জনপ্রিয় করে তুলতে অত্যাধুনিক হোটেল যেমন গড়া হচ্ছে, তেমনই চালু করা হবে হেলিকল্পার পরিষেবা। সাত কিলোমিটার মেরিন ব্রিজ তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় নবতম সংযোজন সি-প্লেন পরিষেবা।

[আরও পড়ুন:শোভন-বৈশাখীর কে ডাল, কে ভাত! দিলীপের রসিকতায় বিতর্কের পারদ আরও চড়ল][আরও পড়ুন:শোভন-বৈশাখীর কে ডাল, কে ভাত! দিলীপের রসিকতায় বিতর্কের পারদ আরও চড়ল]

সেইসঙ্গে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দিঘায়। সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় হকারদের জন্য আলাদা স্টল তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন আক্ষেপ করে বলেন, দার্জিলিং নিয়ে আমার অনেক পরিকল্পনা ছিল। কিন্তু জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও মনোভাবের জেরে কোনও কিছুই করা গেল না। তবে রাজ্যে ৩৪ শতাংশেরও বেশি পর্যটক বেড়েছে।

English summary
Mamata Banerjee wants to build Digha like Goa business center. She does opening the convention center in Digha,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X