For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুর্শিদাবাদের বাহালনগরে নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী! দিলেন পাশে থাকার আশ্বাস

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত মুর্শিদাবাদের সাগরদিঘির পাঁচ শ্রমিক পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সাগরদিঘিতে গিয়েছিলেন প্রশাসনির বৈঠকে যোগ দিতে।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত মুর্শিদাবাদের সাগরদিঘির পাঁচ শ্রমিক পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সাগরদিঘিতে গিয়েছিলেন প্রশাসনির বৈঠকে যোগ দিতে। সেখানে থেকে তিনি নিহত খামিরুদ্দিনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সেখানে বাকি চার মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা হাজির ছিলেন।

২৯ অক্টোবর হত্যার ঘটনা

২৯ অক্টোবর হত্যার ঘটনা

২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধেয় জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে মুর্শিদাবাদের পাঁচ শ্রমিককে ঘর থেকে বের করে নিয়ে গিয়ে গুলি করে মারে জঙ্গিরা। সেই পাঁচজন হলেন, খামিরুদ্দিন শেখ, মুর্সেলিন শেখ, মহম্মদ রফিক, নিজামুদ্দিন শেখ এবং মহম্মদ রফিকুল শেখ।

ইতিমধ্যেই রাজ্য সরকারের সাহায্য

ইতিমধ্যেই রাজ্য সরকারের সাহায্য

এদিন সাগরদিঘির প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী পৌঁছে যান খামিরুদ্দিন শেখের বাড়িতে। সেখানে আগে থেকেই হাজির ছিলেন বাকি চার নিহত শ্রমিকের পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড়

এদিন মুখ্যমন্ত্রীকে দেখতে গ্রামে ভিড় করে বাহালনগর গ্রাম।

মুখ্যমন্ত্রীর আশ্বাস

এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য থেকে অন্য কোথাও কাজে যাওয়া কোনও অন্যায় নয়। কিন্তু সেখানে গিয়ে যদি তাঁরা কোনও অসুবিধায় পড়েন, তাহলে সরকার তাঁদের পাশে ছিল, আছে, থাকবে। আশ্বাস দিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী।

English summary
Mamata Banerjee visits the house of 5 labours of Murshidabad who died in a terror attack in Jammu and Kashmir. She was at Sagardijhi to attend administrative meeting,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X