For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দায়িত্ব, দায়বদ্ধতা আরও বেড়ে গেল! মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে বললেন মমতা

ফের একবার সবুজ সুনামি দেখল বাংলা! একের পর এক পুরসভাতে জয়। শতাধিকেরও বেশি পুরসভা বিরোধী শূন্য। বিপুল এই জয়ের পরেই মা মাটি মানুষকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল এই জয়ের পরেই টুইট করেন নেত্রী। দুটি

  • |
Google Oneindia Bengali News

ফের একবার সবুজ সুনামি দেখল বাংলা! একের পর এক পুরসভাতে জয়। শতাধিকেরও বেশি পুরসভা বিরোধী শূন্য। বিপুল এই জয়ের পরেই মা মাটি মানুষকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল এই জয়ের পরেই টুইট করেন নেত্রী। দুটি টুইট করেছেন তিনি। আর সেখানেই মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।

মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে বললেন মমতা

যদিও দলের বিপুল সাফল্যের পরেও একেবারে স্পিকটি নট অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোথায় কোনও মন্তব্য করেননি তিনি। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

রাজ্যের ১০৮ পুরসভার ফলাফল প্রকাশ হল আজ বুধবার। সেই মতো সকাল থেকে চাপা টেনশনের মধ্যে কেটেছে ডান-বাম সব দলেরই। যদিও সময় গড়াতেই খেলা ঘুরতে শুরু করে। একের পর এক পুরসভায় তৃণমূলের জয়জয়কার খবর সামনে আসে। একেবারে বিরোধী শূন্য করে অশ্বমেধের ঘোড়া ছোটাতে থাকে শাসক তৃণমূল। এখনও পর্যন্ত যা হিসাব তাতে ১০৩টি পুরসভায় জয় ছিনিয়ে নিয়েছে শাসক তৃণমূল। একটি মাত্র পুরসভার দখল গিয়েছে বামেদের কাছে। তবে বিজেপি কিংবা কংগ্রেস কেউই খাতা খুলতে পারেনি।

আর এরপরেই টুইটারের মাধ্যমে সমস্ত জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, দুই হাত তুলে তৃণমূলকে আশির্বাদ করার জন্যে মা মাটি মানুষকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। একই সঙ্গে দায়-দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও লেখেন, এই জয় আমাদের দায়িত্ব এবং নিষ্ঠাকে আরও বাড়িয়ে তুলবে। শুধু তাই নয়, এই জয় নম্রতা প্রদান করুক বলেও টুইট নেত্রীর। তবে রাজ্যের উন্নয়নে শান্তি এবং সমৃদ্ধি বিস্তারে সবাইকে আহ্বান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর দুটি টুইট করেন মুখ্যমন্ত্রী। একেবারে টুইটারের শেষে জয় বাংলা-ও লিখেছেন তিনি।

উল্লেখ্য, পুরভোটের দিন বিভিন্ন জায়গাতে অশান্তির খবর সামনে এসেছে। বুথ দখল সহ বোমাবাজির মতো ঘটনাও ঘটেছে। এমনকি এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। আর এরপরেই তৃণমূলের বিপুল জয়! সেখানে সবাইকে ধন্যবাদ জানালেও সন্ত্রাস নিয়ে কোনও কথা না বলায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

অন্যদিকে বিপুল জয়ের খবর সামনের আসার পরেই বারানসি উড়ে গেলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, আজই কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। আর এরপরেই অখিলেশ যাদবের সঙ্গে প্রচারে নামবেন তিনি।

উল্লেখ্য উত্তরপ্রদেশে আর শেষ দফার ভোট রয়েছে। ভোট হবে বারানসি সহ বেশ কয়েকটি হেভিওয়েট কেন্দ্র। আর বারানসি মোদীর খাস তালুক। আর সেখানেই অখিলেশের সঙ্গে প্রচারে ঝড় তুলবেন মমতা। এমনটাই জানা গিয়েছে।

English summary
Mamata Banerjee tweets after TMC wins over 100 municipalities in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X