For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নৈতিক জয়! চারমাস লাগাতার চাপ দেওয়ার পরে কথা শুনলেন মোদী: টুইটে দাবি মমতার

বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী ২১ জুন থেকে ১৮ ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্রীয় সরকার। রাজ্যের হাতে থাকা ২৫ শতাংশ দায়িত্বও নেবে কেন্দ্র। আজ সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী ন

  • |
Google Oneindia Bengali News

বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী ২১ জুন থেকে ১৮ ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্রীয় সরকার। রাজ্যের হাতে থাকা ২৫ শতাংশ দায়িত্বও নেবে কেন্দ্র। আজ সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই এহেন বড় ঘোষণা করেন তিনি।

চারমাস চাপ দেওয়ার পর কথা শুনলেন মোদী: টুইটে দাবি মমতার

প্রধানমন্ত্রী এহেন ঘোষণার কিছু পরেই একের পর এক টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেখান ভ্যাকসিন নিয়ে প্রথম থেকে মোদীকে আক্রমণ শানিয়েছেন মমতা।

লিখলেন, দীর্ঘদিন ধরে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার যে দাবি তোলা হয়েছিল, চাপের মুখে অবশেষে তা মেনে নিলেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, তৃতীয়বার বাংলার ক্ষমতায় আসার পরেই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া নিয়ে কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন মমতা। কেন কেন্দ্র ভ্যাকসিন দিচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এমনকি ফ্রিতে দেশের মানুষকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে মোদী সরকারের কতটাকা খরচ হবে তা নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছেন মমতা।

এমনকি বিনামূল্যে ভ্যাকসিন চেয়ে একের পর এক চিঠি কেন্দ্রকে পাঠিয়েছেন মমতা। আর এদিন মোদীর বড় ঘোষণার পরেই টুইটারে কার্যত তাঁর নৈতিক জয়ের কথা তুলে ধরলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন সন্ধেয় টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "সেই ফ্রেব্রুয়ারি মাস থেকে প্রত্যেককে বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থার দাবি জানিয়েছিলাম। এক নয়, একাধিকবার কেন্দ্রকে এই চাহিদার কথা জানানো হয়েছে। সেই নিয়ে সিদ্ধান্ত নিতে চার মাস সময় লেগে গেল। চাপের মুখে পড়ে অবশেষে এই ঘোষণা করলেন।"

এরপরই জুড়ে দেন, "অতিমারীর গোড়াতেই সাধারণ মানুষের কথা ভাবা উচিত ছিল কেন্দ্রের। কিন্তু দুর্ভাগ্যবশত এত দেরি করে পদক্ষেপ করায় বহু মানুষ প্রাণ হারালেন। আশা করি, এবার শুধু নিজেদের প্রোপাগান্ডা না করে ভালভাবে টিকাকরণ অভিযান হবে।"

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার থেকে টিকাকরণের জন্য রাজ্য সরকারগুলিকে আর কোনও অর্থ ব্যয় করতে হবে না। ২১ জুন থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে বিনামূল্যে টিকা দেবে ভারত সরকার। সোমবার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এবার থেকে দেশে উৎপাদিত মোট ভ্যাকসিনের ৭৫ শতাংশ কিনবে ভারত সরকার।

সেই ভ্যাকসিন বিনামূল্যে তুলে দেওয়া হবে রাজ্য সরকারগুলির হাতে। রাজ্য সরকারকে ভ্যাকসিনের জন্য কোনও টাকা খরচ করতে হবে না। এই প্রক্রিয়া আগামী ২১ জুন যোগ দিবস থেকে শুরু হবে। এই সিদ্ধান্তে খুশি দেশবাসীর একাংশ। মোদীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশণের সদস্য তথা তৃণমূল সাংসদ শান্তনু সেন।

তিনি জানিয়েছেন, প্রথমদিন থেকে ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়েছিল। বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে আবেদন জানান হয়েছিল। দেরিতে হলেও এই সিদ্ধান্ত মোদী সরকার নেওয়াতে খুশি তিনি।

English summary
mamata banerjee tweet on modi free vaccination announcement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X