For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা পাহাড়ি পথ ধরে ছুটছেন দার্জিলিংয়ে, পিছনে পারিষদরাও, ভিডিও ভাইরাল

পাহাড়ের রাস্তায় ছুটছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিছনে পারিষদরা। সাতসকালে পাহাড়ি রাস্তায় স্বাস্থ্যচর্চা এক অন্যমাত্রায় নিয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

পাহাড়ের রাস্তায় ছুটছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিছনে পারিষদরা। সাতসকালে পাহাড়ি রাস্তায় স্বাস্থ্যচর্চা এক অন্যমাত্রায় নিয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বার্তা দিলেন, সুস্বাস্থ্যই সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে প্রাতঃভ্রমণে অবলীলায় পেরিয়ে গেলেন ১০ কিলোমিটার পাহাড়ি পথ।

১০ কিলোমিটার প্রাতঃভ্রমণে ছুটলেন মুখ্যমন্ত্রী

১০ কিলোমিটার প্রাতঃভ্রমণে ছুটলেন মুখ্যমন্ত্রী

শুধু স্বাস্থ্য সচেতনতাই নয়, বিশ্ব জলবায়ু দিবসে তিনি পরিবেশ সংরক্ষণে সতেচনতা বৃদ্ধির বার্তা দিলেন ১০ কিলোমিটার প্রাতঃভ্রমণে। প্রতিদিন ২০ কিলোমিটার হাঁটা তাঁর নিত্য অভ্যাস। ব্যস্ত সময়ের মধ্যেও তিনি দিনে ২০ কিলোমিটার হাঁটার সময় ঠিক বের করে নেন। প্রয়োজনে কাজ করতে করতেও তিনি হাঁটেন ট্রেড মিলে।

মমতা ছুটছেন, ছুটছেন পারিষদরা

পাহাড়ি রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়ে এই ছোটার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা মূহর্তে ভাইরাল হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটছেন। ছুটছেন পারিষদরা। উৎসুক ভ্রমণকারীরাও ছুটছেন। এ এক অভিনব দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে কার্শিয়াংয়ে।

কার্শিয়াং থেকে মহানদী অঞ্চল

কার্শিয়াং থেকে মহানদী অঞ্চল

কার্শিয়াং থেকে মহানদী অঞ্চল পর্যন্ত রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় পেরিয়ে গিয়েছেন। ক্লান্তি নেই, সাবলীলভাবেই তিনি ১০ কিলোমিটার প্রাতঃভ্রমণ সেরেছেন। সবাইকে সুস্থ-স্বাভাবিক-পরিবেশ বান্ধব থাকার বার্তা দিয়েছেন। আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস উপলক্ষে তিনি ভিডিও প্রকাশ করে দিয়েছেন বিশেষ বাণীও।

মমতার বার্তা- সবুজ বাঁচান, স্বচ্ছ থাকুন

মমতার বার্তা- সবুজ বাঁচান, স্বচ্ছ থাকুন

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন- আন্তর্জাতিক জলবায়ু দিবসে আসুন আমরা সবাই পরিবেশ সংরক্ষণ এবং বিশ্বকে বাঁচানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই। তাঁর বার্তা- সবুজ বাঁচান, স্বচ্ছ থাকুন।

প্রাতঃভ্রমণের মতো ভালো অভ্যাস প্রসঙ্গে

প্রাতঃভ্রমণের মতো ভালো অভ্যাস প্রসঙ্গে

তিনি আরও লেখেন- প্রাতঃভ্রমণের মতো একটি ভালো অভ্যাসই আমাদের সুস্থাস্থ্যের অধিকারী করতে পারে। উত্তরবঙ্গ সফরে কার্শিয়াঙের পাহাড়ি রাস্তায় মনোরম পরিবেশে প্রাতঃকালীন এই হাঁটা এবং দৌড় সারাদিন অক্লান্তভাবে কাজ করতে সহযোগিতা করবে। সুস্থ থাকতে হাঁটার বিকল্প কিছু নেই।

দিনে ২০ কিলোমিটার হাঁটেন মমতা

দিনে ২০ কিলোমিটার হাঁটেন মমতা

নিজেকে ফিট রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটার তত্ত্ব সবার জানা। তিনি দিনে প্রায় ২০ কিলোমিটার করে হাঁটেন। হাঁটা-টা তাঁর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। দার্জিলিং হোক বা দিঘা কিংবা নেদারল্যান্ডসের দ্য হেগ বা লন্ডন- হাঁটার সুযোগ পেলে তিনি মাইলের পর মাইল হেঁটে চলেন রূদ্ধশ্বাস গতিতে।

English summary
Mamata Banerjee in a 10 kilometer jog, Mamata Banerjee in Darjeeling hills, Mamata Banerjee raises awareness on environment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X