For Quick Alerts
For Daily Alerts
মমতার রোড শো ঘিরে অনুব্রতর সামনে 'অগ্নিপরীক্ষা'! জমায়েত নিয়ে অনুপম ছুঁড়ে দিলেন বড় চ্যালেঞ্জ
মমতার গড়ে এসে পর পর সভা করে অমিত শাহ ইতিমধ্যেই কেড়েছেন লাইমলাইট। তারমধ্যে সবচেয়ে চোখ ধাঁধানো রোড শোটি হয় অনুব্রত গড় বোলপুরের বুকে। সেখানে জমায়েতে লোকসংখ্যা ঘিরে তৃণমূল , বিজেপি তোপ পাল্টা তোপের রাজনীতি চলে। তবে সেই রোড শোতে লোক সংখ্যা ঘিরে অমিত শাহ যে অব্যক্ত চ্যালেঞ্জ তৃণমূলের দিকে ছুঁড়েছেন, আজ তার জবাব দেওয়ার পালা অনুব্রতর!
{photo-feature}